31 C
Kolkata
Monday, May 6, 2024

পছন্দ-অপছন্দ, ভালোলাগা-মন্দলাগা

Must Read

পছন্দ – অপছন্দ, ভালোলাগা – মন্দলাগা

জীবনের এই খেলা,
চলছে চিরকাল ধরে।

রঙিন স্বপ্ন, আকাঙ্ক্ষার আকাশে,
উড়ে বেড়ায় মন,
কখনো সুখে, কখনো দুঃখে।

সূর্যের আলো, বৃষ্টির ফোঁটা,
পৃথিবীর সৌন্দর্য,
মনে ভরে আনন্দে।

অন্ধকার রাত, ঝড়ের বাতাস,
ভয়ের আঁধারে,
মন পায় ভয়।

আরও পড়ুন -  Skin Glow: এই খাবার খেলে, ত্বক উজ্জ্বল করবে

পছন্দের পথে,
হাঁটে মন আনন্দে,
অপছন্দের বাঁধা,
পেরিয়ে যায় সাহসে।

ভালোলাগার আবেশে,
মন হয় পরিপূর্ণ,
মন্দলাগার অনুভূতি,
হৃদয়কে করে ক্ষতবিক্ষত।

পছন্দ – অপছন্দ, ভালোলাগা – মন্দলাগা,
জীবনের এই খেলা,
চলে চিরকাল ধরে।

আরও পড়ুন -  আগে ভাতা তারপর পুজো, শারদীয় উৎসবের আগে হুমকি

মনের জোরে,
পথে এগিয়ে যেতে হবে,
সুখ-দুঃখের মাঝে,
হাসি-কান্নার সাথে নিয়ে।

নিঃশব্দে ফুলে ফুলে,
খোলে কলি, হয় ফুল,
পছন্দের ফুলের সৌরভ,
মন হয় মাতোয়ারা।

কাঁটাও লাগে হাতে,
অপছন্দের যন্ত্রণা,
বুকে জাগে বেদনা।

ভালোলাগা মানুষের,
হাতছানি দেয় দূরে,
মনের মাঝে জাগে,
মিলনের আশা, স্বপ্নের সুখে।

আরও পড়ুন -  Russian President: ইউক্রেনের মারিউপোলে পুতিন, গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই

মন্দলাগার মানুষ,
মনের আকাশে করে মেঘলা,
দুঃখের ঝড়ে,
চোখে জমে অশ্রুধারা।

পছন্দ – অপছন্দ, ভালোলাগা – মন্দলাগা,
জীবনের এই খেলা,
চলে চিরকাল ধরে,
মনের জোরেই সামলাতে হবে,
সুখে-দুঃখে, ভালোবাসায়।

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img