37 C
Kolkata
Sunday, May 5, 2024

Indian Railway হোলি উপলক্ষে স্পেশাল ট্রেন দিচ্ছে

উত্তর রেল দশটি বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে।

Must Read

ট্রেন পরিবহন একটি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম দেশের মানুষের কাছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। আবার ট্রেন ভ্রমণ সবচেয়ে সাশ্রয়ী এবং আরামদায়ক ও নিরাপদ।

ভারতীয় রেলওয়ে প্রতিদিন ১৩,০০০-এরও বেশি ট্রেন পরিচালনা করেন এই জন্য। বিশাল নেটওয়ার্কের মাধ্যমে কোটি কোটি মানুষ চলাচল করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ তাঁদের পরিবারের সঙ্গে হোলি পালন করার জন্য নিজেদের বাড়ি চলে যান।

আরও পড়ুন -  Ghana: ঘানায় বিক্ষোভ, মূল্যস্ফীতির জেরে

সেই কারণে উৎসবের সময় ভারতীয় রেল প্রচুর ভিড়ের মুখোমুখি হয়। এই বছরও, হোলির ছুটির সময় যাত্রীদের চাহিদা মেটাতে ভারতীয় রেল বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালু করছে।

আসন্ন হোলি উৎসবে, মানুষের ভিড়ের মুখোমুখি হতে না হয় তা নিশ্চিত করার জন্য, উত্তর রেল দশটি বিশেষ ট্রেন চালানোর তথ্য দিয়েছে। এর মধ্যে ছয়টি ট্রেন দিল্লি থেকে চালানো হচ্ছে।

আরও পড়ুন -  প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তরের আওতাধীন সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধগুলি ৬ই জুন থেকে খুলবে : শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল

উত্তর রেলের বিশেষ ট্রেনের রুটগুলিঃ

১) দিল্লি থেকে-উধমপুর, কাটরা, বারাণসী, টুন্ডলা, পানিপথ ও আগ্রা।
২) কাটরা থেকে-বারাণসী।
৩) বারাণসী থেকে-হাওড়া ও লখনউ।

৪) সাহারানপুর থেকে-আম্বালা।

বিশেষ ট্রেনের তালিকাগুলিঃ

১) নয়াদিল্লি – উধমপুর (শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন)-
ট্রেন নম্বর 04033: ২২ এবং ২৯ মার্চ (নয়াদিল্লি থেকে)
ট্রেন নম্বর 04034: ২৩ এবং ৩০ মার্চ (উধমপুর থেকে)।

স্টপেজ-সোনিপত, পানিপত, কারনাল, কুরুক্ষেত্র, আম্বালা ক্যান্ট, লুধিয়ানা ক্যান্ট, জলন্ধর ক্যান্ট, পাঠানকোট ক্যান্ট এবং জম্মু তাভি।

আরও পড়ুন -  Indian Railways: ভারতীয় রেলওয়ে চালু করল, দোল উৎসবে নতুন ট্রেন পরিষেবা, তালিকা দেখুন

২) নয়াদিল্লি-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা: ২৪ এবং ৩১ মার্চ (নয়াদিল্লি থেকে) ও ২৫ এপ্রিল এবং ১ এপ্রিল (কাটরা থেকে)।

হোলির সময় ভারতীয় রেলের এই বিশেষ ট্রেন পরিষেবাগুলি একটি গুরুত্বপূর্ণ সুবিধা। টিকিট বুকিং এবং সময়সূচী সম্পর্কে আরও তথ্যের জন্য, যাত্রীরা IRCTC এর ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ্লিকেশন দেখে নিতে পারেন।

Latest News

IACS Kolkata Intership: চাকরি গরমের ছুটিতে, ইন্টারভিউ দিতে হবে না! আবেদনের নিয়ম দেখুন

IACS Kolkata Intership:চাকরি গরমের ছুটিতে, ইন্টারভিউ দিতে হবে না! আবেদনের নিয়ম দেখুন।  বর্তমানে সময়ে চাকরির বাজারে প্রতিযোগিতা বহু। ইন্টারভিউ দিতে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img