32 C
Kolkata
Saturday, May 18, 2024

Web Series: বৌমা ধরলেন শ্বশুরের কুকীর্তি, রিলিজ হলো এই রকম সাহসী ওয়েব সিরিজ

সেই করোনার সময় থেকে মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মগুলিকে সাথী করেছিলেন, এখনও সেই ধারা সমান তালে চলছে।

Must Read

Web Series: বৌমা ধরলেন শ্বশুরের কুকীর্তি, রিলিজ হলো এই রকম সাহসী ওয়েব সিরিজ। 

Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব সিরিজ! আজকের দিনে এই শব্দটি আমাদের কাছে কতটা পরিচিত, কতটা প্রিয়, তা বলা বাহুল্য। টেলিভিশনের ধারাবাহিকতার বন্ধন ছাড়িয়ে, ইন্টারনেটের মাধ্যমে, ঘরে বসেই যে অফুরন্ত বিনোদন পেয়ে যাচ্ছি, তার নামই ওয়েব সিরিজ।

কি এই ওয়েব সিরিজ?

সহজ ভাষায় বলতে গেলে, একাধিক পর্বের একটি গল্প, যা ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত হয়, তাকেই ওয়েব সিরিজ বলা হয়। টেলিভিশনের ধারাবাহিকতার মতোই, এখানেও একটি নির্দিষ্ট কাহিনী থাকে, যা একাধিক পর্বে বিভক্ত থাকে।

কোথায় দেখবেন ওয়েব সিরিজ?

বিভিন্ন OTT (Over-The-Top) প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখার সুযোগ রয়েছে। এরকম অনেক প্ল্যাটফর্মে প্রচুর ওয়েব সিরিজ আপলোড করা থাকে।

কেন ওয়েব সিরিজ এত জনপ্রিয়?

ওয়েব সিরিজে বিভিন্ন ধরনের বিষয়বস্তু দেখা যায়। রোম্যান্স, থ্রিলার, কমেডি, অ্যাকশন, ডকুমেন্টারি – সব ধরনের গল্পই ওয়েব সিরিজে উপভোগ করা যায়।

টেলিভিশনের ধারাবাহিকতার মতো সেন্সরশিপের বন্ধন ওয়েব সিরিজে তেমন নেই। ফলে, নির্মাতারা তাদের সৃজনশীলতার পূর্ণ ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন -  Web Series: আলিয়া নাজ আবার ঘনিষ্ঠ দৃশ্যে উষ্ণতা ছড়ালেন, বাচ্চাদের জন্য নয়

টেলিভিশনের নির্দিষ্ট সময়সূচীতে আটকে থাকার দরকার নেই। যেকোনো সময়, যেকোনো স্থানে, ইচ্ছামতো ওয়েব সিরিজ দেখার সুযোগ রয়েছে।

ওয়েব সিরিজ – বিনোদনের নতুন নেশা।

টেলিভিশনের ধারাবাহিকতার বিকল্প হিসেবে, ওয়েব সিরিজ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বিষয়বস্তুর বৈচিত্র্য, স্বাধীনতা, এবং বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করে ওয়েব সিরিজ জয় করে নিচ্ছে দর্শকদের মন।

আপনিও যদি এখনো ওয়েব সিরিজের জগতে প্রবেশ না করে থাকেন, তাহলে দেরি কেন? আজই শুরু করুন, এবং উপভোগ করুন বিনোদনের নতুন নেশা!

সেই করোনার সময় থেকে শুরু এখনও সেই ধারা বজায় রয়েছে। মানুষ বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মগুলিকে সাথী করেছিলেন। তখন নানান ওয়েব মিডিয়াতে বহু সিরিজ রিলিজ হয়েছিলো। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুক না কেন, বাড়িতে বসে সিরিজ দেখার মজা আছে। দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন।

কিন্তু অবশ্যই আপনার প্রাইভেসি মেনে দেখতে হবে। এই রকমের ওয়েব সিরিজ গুলোকে দেখার জন্য আরও বেশি করে আকর্ষণ করছে ওয়েব সিরিজগুলো। এখানে মাত্রা অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়। একটা কথা মাথায় রাখবেন, বড়দের সামনে অথবা ছোটদের সামনে আপনি দেখবেন না।

আরও পড়ুন -  Protest: নজিরবিহীন বিক্ষোভ কুস্তিগীরদের, দিল্লিতে

সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা হচ্ছে। নানান ওয়েব প্ল্যাটফর্ম যেমন উল্লুতে শারীরিক সম্পর্ককে কেন্দ্র করে বহু গল্পকে নিয়ে সিরিজ রিলিজ করা হচ্ছে। আবার এইগুলি দর্শক মহলের মধ্যে উন্মাদনার শেষ নেই।

এই বর্তমান প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। অতিরিক্ত ব্যস্তময় জীবনে টেলিভিশনের সিনেমা দেখার সময় নেই। সেই সময় রাতে মুঠোফোন দিয়ে সেই সমস্যার সমাধান করে নিচ্ছে।

বর্তমান প্রজন্ম বহু অংশে ঝুঁকছে এই মুঠোফোনের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি। কিন্তু এই সিরিজগুলো দেখতে গেলে প্রাইভেসি মেইনটেইন করে দেখতে হবে।

সম্প্রতি ‘ডিজে মুভিপ্লেক্স’ নামক একটি প্ল্যাটফর্ম থেকে একটি সিরিজের ট্রেলার রিলিজ করেছে। এই সিরিজটির নাম “বাবুজি ঘর পার হে পার্ট 2″। ট্রেলার রিলিজ হওয়ার পর দর্শকদের মধ্যে আগ্রহ খুব বেড়েছে। এই সিরিজের প্রথম পর্বটি খুব ভালো লেগেছিল দর্শকদের। সেইভাবে পরের পর্বটিও প্রথম পর্বের থেকেও আরও সুন্দর হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  নাচের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিলেন, বারবার দেখছে নেট ভক্তরা

এই সিরিজটির গল্প অনুসারে, একটি বাড়িতে এক বিবাহিত মহিলা,তার স্বামী এবং অন্ধ শ্বশুর বসবাস করেন। শ্বশুর এর সঙ্গে সেই বাড়ির কাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এইটা ছেলের বউ দেখে ফেলেন।

গল্পটির মধ্যে রয়েছে বিভিন্ন রকম শয্যার দৃশ্য। বহু রোমান্টিক সিনে ভরপুর পুরো সিরিজ। গল্পটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে, সেই জন্য দেখতে হবে আপনাকে পুরো সিরিজটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধিমা তিওয়ারী ও রুখস খানদাগালেকে। দুজনেই ভীষণ ভালো অভিনেত্রী এই ধরনের ওয়েব সিরিজে অভিনয় করার জন্য।

রিধিমা তিওয়ারী একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, তিনি ‘দো দিল’ এক জান-এ রসিকা, সাসুরাল গেন্দা ফুলে দিশা ও লাইফ ওকে সিরিজ গুলাম- এ মালদাওয়ালি চরিত্রে অভিনয়ের জন্য খুব পরিচিত। এখন তিনি বেগম জান চলচ্চিত্রের জন্য বলিউডে পা দিয়েছেন।

ট্যাগঃ
বাপুজি-ঘার-পার-হ্যে

Latest News

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায় লাভজনক স্কিমটি

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img