33 C
Kolkata
Thursday, May 2, 2024

প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তরের আওতাধীন সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধগুলি ৬ই জুন থেকে খুলবে : শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ      কেন্দ্রীয় সংস্কৃতি পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়েছেন, সংস্কৃতি মন্ত্রক ও ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তরের আওতাধীন সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধগুলি আগামী ৬ই জুলাই থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যে স্মৃতিসৌধ অথবা জাদুঘরগুলি কন্টেইমেন্ট জোনের বাইরে সেগুলিই একমাত্র দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধ এবং স্থানগুলিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা স্বাস্থ্য নিয়মবিধি মেনে চলতে হবে। সেখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। একইসঙ্গে দর্শকদের সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। রাজ্য অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোন সুনির্দিষ্ট নির্দেশ থাকে তাও কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন -  ইংরাজী নতুন বছর আসার আগে Airtel গ্রাহকদের দিলো দারুন অফার, এখন বিনামূল্যে দেখুন নেটফ্লিক্স এই প্ল্যানের সঙ্গে

কোভিড-১৯ মহামারীর জেরে এই স্মৃতিসৌধগুলি বন্ধ করা হয়েছিল। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তরের আওতায় বর্তমানে ৩ হাজার ৬৯১টি কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধ রয়েছে। এরমধ্যে ৮২০টি স্মৃতিসৌধ পুজোপাঠের জন্য গত ৮ই জুন খুলে গিয়েছিল।

আরও পড়ুন -  দোষারোপ ইউক্রেন-রাশিয়া, বিমান বিধ্বস্ত

ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দপ্তর সমস্ত কেন্দ্রীয় সুরক্ষিত স্মৃতিসৌধ, জাদুঘরগুলি খোলার জন্য যে স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর চালু করেছে ,তা জানা যাবে নিম্নলিখিত ওয়েবসাইটে। https://asi.nic.in/wp-content/uploads/bsk-pdf-manager/2041_SOP_FOR_OPENING_OF_MONUMENTS.PDF

দর্শকদের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তা জানা যাবে নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে https://asi.nic.in/wp-content/uploads/bsk-pdf-manager/2040_INSTRUCTION_OF_ARCHAEOLOGICAL_SURVEY_OF_INDIA_(22)22-CONVERTED.PDF

আরও পড়ুন -  কোভিড-১৯এর মোকাবিলা করার জন্য আরসিএফ একটি নতুন পণ্য তৈরি করল : আইসো প্রোপাইল অ্যালকোহল (আইপিএ) ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার

সূত্র – পিআইবি।

Latest News

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  ভোজপুরী ভিডিও সং। সংস্কৃতি, ঐতিহ্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img