32 C
Kolkata
Monday, May 6, 2024

শান্তির ঠিকানা রয়েছে, বুদ্ধদেবের পায়ের ছাপ! দার্জিলিং এর কাছেই

Must Read

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ শান্তির ঠিকানা, রয়েছে বুদ্ধদেবের পায়ের ছাপ! দার্জিলিং এর কাছেই।

কালিংপং অনেকে গিয়েছেন, নিঃসন্দেহে পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গা। তবে কালিম্পং এর কাছে রয়েছে একটি অদ্ভুত জায়গা নাম গুম্বাহাটা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা। রয়েছে একটি গুম্ফা,শোনা যায় এখানে নাকি রয়েছে বুদ্ধদেবের পায়ের ছাপ।

আরও পড়ুন -  করোনা আক্রান্ত যোগী আদিত্যনাথ। অন্যদিকে অখিলেশ যাদব

এই বিষয়ে আরো জানা যায় গুমফা পাহাড়ের গায়ে অবস্থিত। ভুটানের রাজা নাকি তৈরি করেছিলেন এই গুমফা। ঠিক কত বছর আগে তৈরি করা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে অনুমান করা হয় ১৬০০ শতকে তৈরি হয়েছে। এখানে যাবার কিছু নিয়ম-কানুন রয়েছে। বেশি জোরে কথা বলা নিষেধ আস্তে আস্তে কথা বলতে হয়, এছাড়া যতটা সম্ভব কম কথা বলা যায়। খুব শান্তিপ্রিয় একটি জায়গা যেখানে গেলে শান্তির বাতাবরণ দেহ মনে আবৃত করে থাকে। শিলিগুড়ি থেকে দূরত্ব ৬৬ কিলোমিটার বাস কিংবা গাড়ি করে যাওয়া যায়। এছাড়া শিলিগুড়ির অজরে অবস্থিত বাগডোগরা থেকে দূরত্ব ৭৪ কিলোমিটার।

আরও পড়ুন -  ১০৮ বছরের পুরনো শিবপুজো

Latest News

Web Series: মালিকের সাথে গোপন কুকীর্তি কাজের মেয়ের শরীরে মালিশ করার নামে, একদম একলা দেখবেন

Web Series: মালিকের সাথে গোপন কুকীর্তি কাজের মেয়ের শরীরে মালিশ করার নামে, একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img