31 C
Kolkata
Monday, May 6, 2024

IND vs PAK: ভারত-পাকিস্তান, শক্তিশালী একাদশ ঘোষণা করবেন রোহিত শর্মা

Must Read

সূচি অনুযায়ী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দুই মহারথীর লড়াই দেখতে এখন চরম উত্তেজনা ক্রিকেট প্রেমীদের। চোটের কারণে ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার স্থানে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে একাধিক পরিবর্তন করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

পরপর দুটি ম্যাচে ভালো শুরু করলেও ইনিংস দীর্ঘ করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসা কে এল রাহুল এখনো রান পাওয়ার জন্য লড়াই করছেন। বিগত দুটি ম্যাচের মত পাকিস্তানের বিপক্ষে ওপেনিং করবেন রোহিত-রাহুল। ইতিপূর্বে একাধিক ম্যাচে এই দুই ব্যাটসম্যানের বিস্ফোরক ব্যাটিং উপভোগ করছে বিশ্ব ক্রিকেট। এদিকে হংকং-এর বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশত রানের ইনিংসের সুবাদে ভারতের সুপারস্টার ব্যাটসম্যান তথা রান মেশিন বিরাট কোহলির তিন নম্বরে নামা নিশ্চিত।

আরও পড়ুন -  MS Dhoni: মহেন্দ্র সিং ধোনি পরিবারের জন্য সবকিছু উৎসর্গ করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল পরিবারের

পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচ ভারতীয় দলে চার নম্বরে জায়গা নিশ্চিত সূর্যকুমার যাদবের। হংকং-এর বিরুদ্ধে মাত্র ২৬ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ঝড়ো সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন -  রোজ আদা খাচ্ছেন ? আদা খাওয়ার ফলে কি হতে পারে এক নজরে দেখে নিন…

পঞ্চম ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে দলে দায়িত্ব পালন করতে পারেন দীনেশ কার্তিক। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে বিধ্বংসী হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে বিগত ম্যাচে জয় সূচক ইনিংস খেলেছিলেন তিনি। তাই ছয় নম্বরে জায়গা তার।

 দুবাইয়ের পিচ সবসময়ই স্পিনারদের জন্য। এই পরিস্থিতিতে অবশ্যই ৩ স্পিনার নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে চাইবেন অধিনায়ক রোহিত শর্মা। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতে দলে জায়গা পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ভারতীয় দলে স্পিন বিভাগ আরও শক্তিশালী করবেন অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। ফাস্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমার এবং আরশদীপ সিংকে। আবেশ খানের অদক্ষ বোলিংয়ের কারনে তাকে দলের বাইরের রাস্তা দেখাতে পারেন রোহিত শর্মা।

আরও পড়ুন -  ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য মানিকচকে

 ভারতের সম্ভাব্য প্লেয়িং-১১:  রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন।

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img