31 C
Kolkata
Tuesday, May 7, 2024

ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এবং শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান খেলাধুলো ও ফিটনেস সংক্রান্ত প্রথম দেশব্যাপী প্রশ্নোত্তর প্রতিযোগিতার সূচনা করেছেন

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   ফিটনেস সংক্রান্ত প্রথম দেশব্যাপী প্রশ্নোত্তর প্রতিযোগিতার সূচনা করেছেন।
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে ফিট ইন্ডিয়া ক্যুইজের সূচনা করেছেন। খেলাধুলা এবং ফিটনেস সংক্রান্ত দেশব্যাপী এটি প্রথম প্রশ্নোত্তর প্রতিযোগিতা। অনুষ্ঠানে ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন। টোকিও অলিম্পিক্সে পদক জয়ী নীরজ চোপড়া এবং পি ভি সিন্ধু ভার্চুয়ালী এই অনুষ্ঠানে যোগ দেন। কয়েক জন স্কুল ছাত্রছাত্রীও উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -  Portugal-Switzerland: কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, সুইজারল্যান্ড-কে ৬-১ গোলে হারিয়ে

স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা এবং ফিটনেসের বিষয়ে সচেতনতা গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। দেশব্যাপী ক্যুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের জন্য মোট ৩ কোটি টাকারও বেশি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ফিট ইন্ডিয়া ক্যুইজ প্রতিযোগিতা ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে যে আজাদি কা অমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছে, তার অঙ্গ হিসেবে দেশজুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধুমাত্র সব রাজ্যের ছাত্রছাত্রীরা এক মঞ্চে উপস্থিত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেবেন না, পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক দক্ষতারও প্রতিযোগিতাও এটি।

ফিট ইন্ডিয়া প্রশ্নোত্তর প্রতিযোগিতা সম্পর্কে শ্রী ঠাকুর বলেন, শারীরিক সক্ষমতার সঙ্গে মানসিক সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে দলগতভাবে কাজ করার আগ্রহ জন্মে থাকে, তাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সর্বাঙ্গীন শিক্ষার উপর গুরুত্ব দিয়ে থাকেন, যার অঙ্গ হিসেবে আমাদের জীবনে খেলাধুলোর গুরুত্ব উপলদ্ধি হয়। শ্রী প্রধান বলেন, ফিটনেসের সঙ্গে শিক্ষার নিবিড় যোগাযোগ রয়েছে। ২০২০র নতুন শিক্ষানীতিতে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে সাযুজ্য রেখে খেলাধুলা সংক্রান্ত প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক সব বয়সী মানুষদের ফিট ইন্ডিয়া মিশনে যুক্ত হবার আবেদন জানান। নতুন ভারতকে ফিট ইন্ডিয়া হিসেবে গড়ে তুলতে স্কুলের সব ছাত্রছাত্রীদের এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় তিনি যোগদানের পরামর্শ দেন। নীরজ কুমার জানান, খেলাধুলার বিষয়ে এখন বেশি ভাবনা চিন্তা হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। পি ভি সিন্ধু বলেন, ছাত্রছাত্রীদের কাছে এই প্রশ্নোত্তর প্রতিযোগিতা একটি নতুন মঞ্চে প্রবেশে সুযোগ করে দিয়েছে।

আরও পড়ুন -  তেল ছাড়া ফ্রাইড রাইস ! পড়ুন কি ভাবে করতে হয়

স্কুলগুলি আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ফিট ইন্ডিয়া সংক্রান্ত ওয়েবসাইটে ঢুকে তাদের ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে হবে। অক্টোবরের শেষে প্রশ্নোত্তর প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। সূত্রঃ পিআইবি।

আরও পড়ুন -  বোল্ড ওয়েব সিরিজ Ullu অ্যাপে রিলিজ করল, ঘর অন্ধকার করে একলা দেখবেন

Latest News

Rishabh Pant: উর্বশী বিয়ে করবেন পন্থকে? জবাব দিলেন নায়িকা

Rishabh Pant: উর্বশী বিয়ে করবেন পন্থকে? জবাব দিলেন নায়িকা।  এখন জোর আলোচনায় রয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং ঋষভ পন্থ।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img