32 C
Kolkata
Friday, May 3, 2024

Redmi-র এই স্মার্টফোন ১ মিলিয়ন বেশি বিক্রি হয়েছে, অবিশ্বাস্য ফির্চাস দাম জেনে নিন

এই স্মার্টফোনটি 18W ফাস্ট চার্জিং সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি রয়েছে

Must Read

Redmi-র এই স্মার্টফোন ১ মিলিয়ন বেশি বিক্রি হয়েছে, অবিশ্বাস্য ফির্চাস দাম জেনে নিন।

ভারতের বাজারে Redmi-র এই স্মার্টফোন লঞ্চ হওয়ায় কেনার জন্য লাইন লাগিয়েছেন গ্রাহকরা। বিগত 28 দিনে 1 মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। কম মূল্যের এই স্মার্টফোনে 5G ফির্চাস উপলব্ধ থাকায়, কিনতে আগ্রহী হয়েছেন গ্রাহকরা।

আরও পড়ুন -  ভারতে পরপর দু’দিন দৈনিক-ভিত্তিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার

দুর্দান্ত এই স্মার্টফোনের দামের সাথে অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন।

ফোনটির ডিসপ্লের কথা বলি, এতে 6.79 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। ডিভাইসটিকে স্মুথ ভাবে চলার জন্য Octa Core-এর শক্তিশালী চিপসেট ব্যবহার করেছে।

আরও পড়ুন -  Protest: নজিরবিহীন বিক্ষোভ কুস্তিগীরদের, দিল্লিতে

শক্তিশালী এই স্মার্টফোনটি বর্তমানে তিনটি ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে ভারতের বাজারে। চাইলে 4GB RAM/6GB RAM/8GB RAM ও 128 GB Storage/256 GB Storage.

এই স্মার্টফোনের ক্যামেরার দিকে বিশেষভাবে লক্ষ্য করেছে Redmi। এতে 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা সেন্সরের সাথে একটি 2-মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা ও একটি 2-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে।

আরও পড়ুন -  দাঁড়াতে হবে না লাইনে, আপনার দুয়ারে ব্যাঙ্ক পরিষেবা দেবে, কয়েকটি ব্যাঙ্ক ইতিমধ্যেই শুরু করেছে

এছাড়া সেলফি তোলার জন্য একটি 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সরও দেওয়া রয়েছে ফোনটিতে। এই স্মার্টফোনটি 18W ফাস্ট চার্জিং সমর্থন সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি সহ বাজারে উপলব্ধ আছে। দামের কথা বলি, শক্তিশালী এই স্মার্টফোনটির প্রাথমিক মূল্য 13,880 টাকা থেকে শুরু।

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img