36 C
Kolkata
Tuesday, April 30, 2024

Team India: তরুণদেরও সুযোগ দিতে হবে…..,রবি শাস্ত্রী

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বিশ্বকাপের মেগা আসর

Must Read

প্রাক্তন কোচ রবি শাস্ত্রী, একটি বাক্যের মাধ্যমে কোটি কোটি ক্রিকেট ভক্তের মনের কথা যেন বলে দিলেন। এদিন সংবাদমাধ্যমে তিনি বলেন,’সিনিয়র বলেই কি একাধিক ফ্লপ ক্রিকেটার পারফরম্যান্স না করে দলে বারবার জায়গা পাবেন? এখন ভারতের কাছে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। বিশ্বকাপে ভালো ফলাফল করতে হলে অভিজ্ঞতা নয়, পারফরমেন্স দিয়ে ক্রিকেটারদের বিচার করতে হবে। না হলে ১৩ বছরের খরা কাটাতে পারবে না।

আরও পড়ুন -  কেন্দ্রীয় সরকার ১০ এমটি ও ২০ এমটি ক্ষমতা সম্পন্ন ২০ টি ক্রায়োজেনিক ট্যাঙ্কার আমদানি করেছে

রবি শাস্ত্রী এদিন সংবাদমাধ্যমে বলেন,’আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য বর্তমানে প্রত্যেকটি দল নিজেদের একাদশ শক্তিশালী করে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। আমাদের একাধিক ব্যাটসম্যান রয়েছে, যারা বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। সেখানে কিছুটা পরিবর্তন করা যেতে পারে। এখন ভারতীয় দলে তেমন কোন তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান নেই। বিশ্বকাপে শুভমান গিলের সঙ্গে ওপেনিং করবেন রোহিত শর্মা। তবে আমি ১-৬ নম্বর ব্যাটিং অর্ডারের মধ্যে কমপক্ষে দুইজন বাঁ-হাতি ব্যাটসম্যান দেখতে চাইছি।

আরও পড়ুন -  IPL 2023: দুঃসংবাদ ভক্তদের কাছে, দেখা যাবে না ভারতের কিংবদন্তি অধিনায়ককে, ক্রিকেট ময়দানে

তিনি আরও বলেন, ‘বর্তমানে জাতীয় দলে রবীন্দ্র জাদেজা রয়েছেন, যিনি বাঁ-হাতে ব্যাটিং করে থাকেন। জাতীয় দলের এই অভাব পূরণ করার জন্য ঈশান কিষান, যশস্বী জসওয়াল বা তিলক ভার্মার মতো অপশন আছে ভারতীয় দলে। যারা যেকোনো মুহূর্তে লম্বা ইনিংস খেলে ভারতীয় দলের জন্য সাফল্য এনে দিতে পারে।’

আরও পড়ুন -  Deepak Chahar: দ্বিতীয় ইনিংস শুরু করলেন দীপক চাহার

আপনাদের জানিয়ে রাখি, আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বিশ্বকাপের মেগা আসর খেলবে রোহিত শর্মারা। টানা ১০ বছরের ব্যর্থতা কাটাতে ২২ গজের ময়দানে নামবে ব্লু বাহিনী।

Latest News

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল।  হরিয়ানভি নাচ: এই ঐতিহ্যের মধ্যে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img