31 C
Kolkata
Friday, April 26, 2024

MS Dhoni: ধোনির হাঁটুতে অস্ত্রপচার সফল, মাহি কেমন আছেন? সমর্থকদের চিন্তা মুক্ত

সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন, ধোনির হাঁটুতে অস্ত্রোপচার সফল

Must Read

একজন ১০ বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন ও ৫ বার শিরোপা জয় করা যেকোনো দলের জন্য অত্যন্ত গৌরবের। কঠিন কাজটি বারবার করে দেখিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের বর্তমান নেতা মহেন্দ্র সিং ধোনি।

২০২৩ সালে আইপিএলের মঞ্চে ব্যাট হাতে তার পারফরমেন্স নজরে না পড়লেও উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে দিয়ে গেছেন ভালো উপদেশ।

আরও পড়ুন -  Kohli Vs Gambhir: দর্শকের টিটকিরি, গম্ভীরকে দেখেই কোহলি-কোহলি আওয়াজ তুলে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

আইপিএলের আসরে প্রথম ম্যাচ খেলতে নামার পূর্বে হাঁটুতে চোট পান মহেন্দ্র সিং ধোনি। অসহ্য ব্যথা থাকা অবস্থায় দলের জন্য টানা ১৬টি ম্যাচে মাঠে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। মাঠের মধ্যে একাধিকবার ঠান্ডা জলের সেঁক নিতে দেখা গেছে মহেন্দ্র সিং ধোনিকে। ভীষণ যন্ত্রণা উপেক্ষা করে দলকে জিতিয়ে উপহার তুলে দিয়েছে। আইপিএলের মেগা আসর শেষ হতে না হতেই বড় পদক্ষেপ গ্রহণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রচন্ড যন্ত্রণা থেকে মুক্তি পেতে সম্প্রতি হাঁটুতে জটিল অস্ত্রপচার করালেন মাহি।

আরও পড়ুন -  IND vs WI: জয়ের জন্য নির্বাচনের ক্ষেত্রে বড় উত্থান-পতন হবে, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে

বৃহস্পতিবার সকালেই সাফল্যের সঙ্গে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ডাক্তার দিনশ পরদিওয়ালার তত্ত্বাবধানে ৪১ বছর বয়সি ধোনির হাঁটুতে কি-হোল সার্জারির করা হয়েছে। জটিল অস্ত্রোপচার শেষে বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী দু’দিনের মধ্যে মহেন্দ্র সিং ধোনি বাড়ি ফিরে যাবেন। এমনটা জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও।

আরও পড়ুন -  IND Vs NZ: আজ মাঠে নামবে ইন্ডিয়া, নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে, রোহিত শর্মা কেমন একাদশ সাজাতে চলেছেন

ছবিঃ ফেসবুক

Latest News

Short Flim: এই কাণ্ড ঘটালেন যুবতী, একলা দেখবেন শর্ট ফিল্মটি

Short Flim: এই কাণ্ড ঘটালেন যুবতী, একলা দেখবেন শর্ট ফিল্মটি। Short Flim টি ১৮+উদ্ধের জন্য তৈরি করা হয়েছে। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img