33 C
Kolkata
Thursday, May 2, 2024

কলকাতার মেট্রো পরিষেবা দোল ও হোলির সময় কেমন থাকবে? বিস্তারিত পড়ুন

মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে দোল এবং হোলির দিন জোকা-তারাতলা

Must Read

দোলযাত্রা বা হোলি সামনেই। এই দুইদিন প্রত্যেক বছর ট্রেন চলাচলে প্রভাব পড়ে। মেট্রো যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে হোলি বা দোলের দিনে। গত বছরের তুলনায় এবছর শহর কলকাতায় মেট্রোর উপর শহরবাসীর নির্ভরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

শিয়ালদহ স্টেশন যোগ হওয়ার পরে গুরুত্ব বেড়েছে গ্রিন লাইনের মেট্রো পরিষেবায় পাশাপাশি বেহালার দিকে এ বছরের নয়া সংযোজন হিসেবে রয়েছে পার্পেল লাইন। আগামী মঙ্গলবার দোল ও বুধবার হোলি। সেই উপলক্ষে উত্তর-দক্ষিণ মেট্রো কম চলবে। ওই দু’দিন জোকা-তারাতলা মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে।

আরও পড়ুন -  Metros: সপ্তমী, অষ্টমী, নবমীতে ২০৪টি মেট্রো চলবে দশমীতে ১৩৮টি মেট্রো চলবে

কলকাতা শহর মেট্রো নির্ভর হয়ে ওঠায় এই দুদিন মেট্রোর সংখ্যা কম থাকায় চরম ভোগান্তিতে পড়তে হবে অফিসযাত্রীদের। দোলের দিনে উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবা শুরু হবে দুপুর ২:৩০ এ। ওই দিন আপ ও ডাউন মিলে ৬০টি ট্রেন চলবে। ৫৮ টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে। শেষ ট্রেন অবশ্য সপ্তাহের অন্যান্য দিনের সূচি মেনেই চলবে। ওই দিন আধঘণ্টা সময়ের ব্যবধানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২২টি ট্রেন চলবে। দুপুর ৩টে থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুন -  অবশেষে সুখবর, রুক্মিনীর সাথে বিয়ের কথা জানালেন দেব

 বুধবার হোলির দিন মোট ১৮৮ টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অব্দি মোট ১৬৪ টি মেট্রো চলবে। সকালে নির্ধারিত সময়ে ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনের সূচি মেনেই অন্তিম মেট্রো ছাড়বে। ওই দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় নির্ধারিত ১০৬টি ট্রেনের পরিবর্তে ৯০টি ট্রেন চলবে।

আরও পড়ুন -  বিজেপিতে যোগ দিয়েই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি

ফাইল ছবি

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img