29 C
Kolkata
Tuesday, May 14, 2024

বিজেপিতে যোগ দিয়েই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বিজেপিতে যোগ দিয়েই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি। এমনটাই জল্পনা এখন শিল্পাঞ্চল জুড়ে। আসানসোল উত্তর বিধানসভা বর্তমানে তৃণমূলের দখলে। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এই বিধান সভা কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। তৃণমূল সূত্রে খবর, ২০২১ এর বিধানসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে প্রার্থী হবেন মলয় ঘটক। যদিও নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর এখনো পর্যন্ত তৃণমূল বিজেপি সহ কোনো রাজনৈতিক দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে অনেক জায়গাতেই দলীয় কর্মীরা প্রতীক চিহ্ন নিয়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। থেমে নেই কোনো দলই। নিজেদের রণকৌশল অনুসারে প্রত্যেকেই ঘর গোছাতে ব্যস্ত। সেদিক থেকে জল্পনাকে সত্যি করে জিতেন্দ্র ও মলয় সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামলে রাজ্য রাজনীতি ও ভোটের ময়দানে নন্দীগ্রাম ও বেহালা কেন্দ্রের সাথে আসানসোল উত্তর বিধান সভাটিও নজর কাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়ার সাথে সাথেই আসানসোল পুরনিগমের তিন প্রাক্তন পুরপিতা ( অমিত তুলসিয়ান,বাপী হুইলার,সাধন পাল) হেস্টিংসে বিজেপির কার্যালয়ে গিয়ে সরাসরি বিজেপিতে যোগ দেন। এদের মধ্যে বাপী হুইলার আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত ২১ নং ওয়ার্ডের পুরপিতা ছিলেন। পাশাপাশি আরো একজন পুরপিতা ওই অঞ্চল থেকে বিজেপিতে যোগদানের বিষয়ে এগিয়ে আছেন। একই সাথে মহানাগরিক থাকার সময়েই জিতেন্দ্র আসানসোল উত্তরে বেশ কিছু নিজের অনুগামী তৈরি করেছিলেন। অন্যদিকে আসানসোল উত্তর বিধান সভায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি। যা তৃণমূলের ভরকেন্দ্র। সব জল্পনাকে সত্যি করে দুই মহারথীর প্রতিদ্বন্দ্বিতা হলে রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রের সাথে জনগণের নজর থাকবে এই কেন্দ্রেও। বর্তমান রাজনৈতিক মহলে তৃণমূলের ভাষাতেই বলতে হয় খেলা হবে। উল্লেখ্য মলয় ঘটক আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিগত দু বারের বিধানসভা নির্বাচনে ১০ বছর ধরেই বিধায়ক হয়ে আছেন। উত্তরে মন্ত্রীর সাংগঠনিক ভিত্তিও সুদৃঢ়। সে দিক থেকে বলা যেতে পারে, জিতেন্দ্রকে প্রার্থী করে শিল্পাঞ্চলে তৃণমূলের দুর্গকে ভাঙতে চাইছে বিজেপি।

আরও পড়ুন -  ‘সিপিআইএম’ এর সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি রাহুল-শ্রীলেখার ! কেন ?

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img