38 C
Kolkata
Friday, May 17, 2024

ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে অবস্থান-বিক্ষোভ

Must Read

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ তৃতীয় বর্ষের (1+1+1) ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার জন্য যখন বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে তখন দ্বারভাঙ্গা বিল্ডিং এর গেটের মুখে ইউনিভার্সিটির সিকিউরিটি এবং ইউনিভার্সিটির স্টাফদের দিয়ে সেখানে শারীরিকভাবে ছাত্র-ছাত্রীদের নির্যাতন করা হয়। ৬ জন ছাত্র ছাত্রী আহত হন। ছাত্রছাত্রীরা আহত ও নির্যাতিত হওয়ার পরেও সেখানেই অবস্থান জানিয়ে অবস্থান-বিক্ষোভ চালাতে থাকে। অবস্থানের চাপে প্রো-ভিসি একাডেমিক এবং রেজিস্ট্রার যৌথভাবে চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন। তাদেরকে পুরো বিষয়টি জানানো হয় একইসঙ্গে ছাত্রছাত্রীদের ওপর সিকিউরিটি যে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়েছে তাও তার দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি সব শোনার পরে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবেন এই আশ্বস্ত করেন। এই পরিস্থিতিতে অনিক আরও বলেন – আমরা পুনরায় দাবি জানাচ্ছি যখন জনজীবনের সমস্ত কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে তখন করোনার অজুহাতে পরীক্ষা না নিয়ে ছাত্রছাত্রীদের একটা বছর কোন রকম ভাবেই নষ্ট করা চলবেনা। প্রতিবছরের মতো এবছরও তৃতীয় বর্ষের পরীক্ষা সঠিক সময়েই নিতে হবে। যদি কর্তৃপক্ষ পরীক্ষা না নেয় তাহলে আমরা আরও বৃহত্তর ঘেরাও আন্দোলনে যেতে বাধ্য হব। এক প্রেস বিজ্ঞপ্তি তে জানালেন স্বাগত কর্মকার মুখপাত্র CUSU।

আরও পড়ুন -  TMC: তৃণমূলের মিছিল, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img