35 C
Kolkata
Monday, April 29, 2024

Durga Pujo: অঞ্জলির সকালের সাজ, শারদীয় দুর্গাপূজা

Must Read

 সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মাত্র কিছুদিন বাকি। উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

 কেমন হবে এবারের উৎসবের সাজ তা নিতে অনেকেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন।

শারদীয় দুর্গাপূজার সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো অষ্টমী। অষ্টমী’র সকালে ঘুম থেকে উঠেই প্রস্তুতি নিতে হয় অঞ্জলির জন্য, অঞ্জলির সকালের সাজে রাখুন একদম সিম্পল লুক।

আরও পড়ুন -  Durga Pujo: পূজোয় ত্বকের যত্ন কেমন হবে

 মুখ ক্লিন করে ভালো করে টোনিং করে নিন। আপনার ত্বকের ধরণ অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।   কম্প্যাক্টের সাহায্যে ফাউন্ডেশন সেট করে নিতে হবে। অতিরিক্ত কিছু ব্যবহার না করলেই ভালো। তাহলে সিম্পল এবং সতেজ লাগবে।

আরও পড়ুন -  Wedding Bride: কনে বিয়ের আগে কি ভাবে প্রস্তুতি নিবেন?

চোখের সাজ টা হালকা রাখবেন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চোখে হালকা শ্যাডো লাগিয়ে নিতে পারেন।  শুধু চোখের নিচে কাজল এবং চোখের উপরে টানা করে আইলাইনার দিয়ে সেরে নিতে পারেন চোখের সাজ। এতে আপনার লুক আরও সুন্দর ও দারুন লাগবে।

আরও পড়ুন -  Turmeric Face Pack: হলুদের ফেসপ্যাক রূপচর্চায়, সামনে দুর্গাপুজো

 ঠোঁট হচ্ছে আসল, ভালো করে রাঙ্গাতে হবে। যেহেতু চোখ হালকা সাজাবেন সেহেতু ঠোঁটে একটু গাড় লিপিষ্টিক ব্যবহার করবেন। সিম্পলের মধ্যে এক গর্জিয়াস লুক পাবেন। দেখতে দারুন লাগবে আপনাকে।  ছবিঃ সংগৃহীত।

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img