32 C
Kolkata
Sunday, May 5, 2024

Occasion of Dhanteras: ধনতেরাস উপলক্ষ্যে আসানসোল শিল্পাঞ্চলে কেনা বেচায় মিশ্র প্রভাব

Must Read

টুঙ্কা সাহা, আসানসোলঃ   ধনতেরাস উপলক্ষ্যে আসানসোল শিল্পাঞ্চলে কেনা বেচায় মিশ্র প্রভাব।

বরাবরই ধনতেরাস কে কেন্দ্র করে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ কেনা বেচায় মেতে ওঠে।

মূলত সোনা রুপোর গহনা বা অলঙ্কার ও ইলেকট্রনিক্স জিনিষ কেনা বেচাতেই সাধারণ মানুষের আগ্রহ থাকে বেশি।

আরও পড়ুন -  Unemployed Youth: বেকার যুবক - যুবতীদের কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রকের উদ‍্যোগে এক প্রশিক্ষণ শিবির

সাধারণ মানুষের আগ্রহকে লক্ষ্য রেখেই বিগত ১০ বছর ধরে আসানসোলের ইলেকট্রনিক্স মার্কেট সেজে ওঠে এক সপ্তাহ আগে থেকেই নানান পসরা নিয়ে ৷ মঙ্গলবার আসানসোলের দুর্গা মাকের্টে উপস্থিত হয়েও দেখা গেল একই চিত্র ৷ গ্রাহক ও ক্রেতাদের আকর্ষণের জন্যে দোকানের সামনে আলাদা প্যাণ্ডেল করে পসরাগুলি সাজির তুলেছে ৷ রয়েছে ক্রেতাদের জন্যে বিশেষ আকষর্ণীয় ছাড় ৷ এই বিষয়ে আসানসোলের রিকো ইলেকট্রনিক্সের কর্নধার জানিয়েছেন, ধনতেরাসের পরম্পরা অনুযায়ী পসরা তুলে ধরা হয়েছে গ্রাহকদের জন্যে।

আরও পড়ুন -  Sayantan Basu: পেট্রোপণ্যের ভ্যাট প্রত্যাহার এবং ত্রিপুরা নিয়ে তৃণমূলকে কটাক্ষ, সায়ন্তন বসু

বর্তমানে সক্রমণের হার কম থাকায় সাধারণ মানুষও কিছুটা বাজারমুখি হয়েছেন ৷ তবে স্বাভাবিক পরিস্থিতির থেকে এখনো কিছুটা বেচা কেনা পিছিয়ে রয়েছে ৷ তবে সব থেকে আনন্দের বিষয় সাধারণ মানুষ বিদেশী কোম্পানিগুলির থেকে দেশীয় প্রযুক্তি ও দেশীয় কোম্পানির ওপর ভরষা ও আস্থা রেখেছেন বেশি।

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img