29 C
Kolkata
Friday, May 3, 2024

Gold Price Today: স্বস্তি পেলেন ক্রেতারা, তৃতীয় দিনেও সস্তা হল সোনা

Must Read

Gold Price Today: স্বস্তি পেলেন ক্রেতারা, তৃতীয় দিনেও সস্তা হল সোনা।

ভারতে এখনও প্রাচীনকালের সংস্কৃতি রয়ে গেছে। সেই জন্য ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে অনেক বেশি রয়েছে। তাছাড়া সোনার ব্যবহার আছে উপহার দেওয়ার ক্ষেত্রেও। যেমন বিয়েবাড়ি থেকে জন্মদিন ও অন্নপ্রাশন, বার্ষিকী উদযাপন সহ বিভিন্ন অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি রয়েছে।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল মঙ্গলবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজকে সপ্তাহের তৃতীয় দিন বুধবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম সামান্য নিম্নমুখী।

আরও পড়ুন -  Gold Price Today: বুধবার সোনার দামে কিছু পরিবর্তন হয়েছে, আজকে দর কি?

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দাম। আজকে কলকাতায় সোনার দাম কি রয়েছে দেখে নিন।

আজকে কলকাতায় সোনার দাম (২০.০৩.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,৮৬০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৩৭০ টাকা।

আরও পড়ুন -  উপকূলীয় রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় সর্তকতা কেন্দ্র

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (১৯.০৩.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,৮৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৩৮০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২০.০৩.২০২৪-বুধবার)
৭৭,১০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Bhojpuri: নিরহুয়া বড় চুম্বন করলেন আম্রপালিকে বিছানায় ফেলে, ভিডিও দেখলে ঘাম দেবে

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১৯.০৩.২০২৪-মঙ্গলবার)
৭৭,০০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বুধবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৪৭.৬০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২১৬১.১০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img