32 C
Kolkata
Tuesday, May 7, 2024

Gold Price Today: বড় আপডেট কলকাতার বাজারে সোনার দাম

Must Read

Gold Price Today: বড় আপডেট কলকাতার বাজারে সোনার দাম।

সাতপাকে বাঁধা পড়ছে যুবক যুবতীরা এই ফাগুনে। শহর কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে বাজছে শাঁখ সানাই। কারো বাড়িতে চলছে তোড়জোড়। শাড়ির দোকানে ভিড়। সেই রকম গয়নার দোকানেও প্রতিদিনই আসছেন ক্রেতা।

নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনছেন গয়না। আবার নিজের ছেলে অথবা মেয়ের জন্য গয়না কিনছেন। সম্প্রতি এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা।

আরও পড়ুন -  Bold Web Series: ১৮+ না হলে দেখবেন না এই ওয়েব সিরিজ, লজ্জার সীমা নেই

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজকে সপ্তাহের শেষ দিন শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল ঊর্দ্ধমুখী।
সাথে এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। এবার দেখুন কলকাতায় আজকের সোনার দাম।

আজকে কলকাতায় সোনার দাম (০২.০৩.২০২৪-শনিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৪,০৯০ টাকা।

আরও পড়ুন -  Gold Price Today: নিম্নমুখী সোনার দাম, কলকাতার বাজারদর জানুন

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৮,৭৫০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (০১.০৩.২০২৪-শুক্রবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৩,১৬০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৯০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
৯৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
৮৫০ টাকা।

আরও পড়ুন -  New Rules from 1 april: বড় পরিবর্তন, ভারতে লাগু হচ্ছে ১ এপ্রিল থেকে, সমস্ত কাজ সেরে ফেলুন

আজকে কলকাতায় রূপোর দাম (০২.০৩.২০২৪-শনিবার)
৭৫,০০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০১.০৩.২০২৪-শুক্রবার)
৭৪,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
৫০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম।গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০৪৬.৩০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২০৮৩.১০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে দেখা গেছে।

Latest News

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল! এই তাপপ্রবাহ থেকে একটু শান্তি পেতে এবার রেল দিলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img