34 C
Kolkata
Sunday, May 19, 2024

ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ 2024, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, আবেদন পদ্ধতি জানুন

Must Read

ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ 2024, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, আবেদন পদ্ধতি জানুন। 

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অগ্নিবীর পদে কর্মী নিয়োগের।

এখানে আবেদন করতে পারবে অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা।যোগ্য এবং ইচ্ছুক অবিবাহিত ছেলে এবং মেয়ে এই পদে আবেদন করতে পারবেন। ভারতীয় নৌবাহিনী থেকে অগ্নিবীর পদের জন্য আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কি? বয়স কত হতে হবে? কত বেতন? সব কিছু জানুন।

অগ্নিবীর পদে কর্মরত চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে 30 হাজার টাকা থেকে শুরু করে 40 হাজার টাকা। প্রথম বছর বেতন থাকবে 30 হাজার টাকা করে মাসিক, তারপর দ্বিতীয় বছরে বেতন মাসিক 33 হাজার টাকা। তৃতীয় বছরে বেতন দাঁড়াবে প্রতি মাসে 36 হাজার 500 টাকা। আর চতুর্থ বছর বেতন অগ্নিবীরদের 40 হাজার টাকা। অগ্নিবীর পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ। সাথে গণিত এবং পদার্থবিদ্যা থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 50 শতাংশ নাম্বার থাকতে হবে।

আরও পড়ুন -  Short Film: গোপনে কুকীর্তি শিক্ষিকার হাঁটুর বয়সী ছাত্রের সাথে, রাতে ঘুম আসবে না এই শর্টফিল্ম দেখলে

বা ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকলে হবে। কমপক্ষে 50 শতাংশ নাম্বার নিয়ে পাশ থাকতে হবে।

অথবা, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের স্বীকৃত শিক্ষা বোর্ডগুলি থেকে অ-বৃত্তিমূলক বিষয়, পদার্থবিদ্যা সহ গণিত সহ মোট 50% নম্বর সহ দুই বছরের ভোকেশনাল কোর্সে উত্তীর্ণ থাকলেও অগ্নিবীর পদে আবেদন করা যাবে।

আরও পড়ুন -  ধর্মঘটের সর্মথনে বামেদের পক্ষ থেকে মিছিল ও কুশপুতুল দাহ

অগ্নিবীর পদে আবেদন করার জন্য প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে, 01 নভেম্বর 2003 তারিখ থেকে 30 এপ্রিল 2007 তারিখে মধ্যে। এই সব কিছু থাকলে এই পদে আবেদন করা যাবে।

আরও পড়ুন -  ভারতে সুষ্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার আরও কমে হয়েছে মোট আক্রান্তের ৪.৩৫ শতাংশ

ভারতীয় নৌবাহিনী থেকে AGNIVEER পদে যে নিয়োগ করা হচ্ছে। এখানে পুরুষ ও মহিলাদের জন্য ন্যূনতম উচ্চতা দরকার 157 সেমি।

আগ্রহী যোগ্য প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অনলাইনে। https://agniveernavy.cdac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে আবেদন সম্পন্ন করতে হবে 27/05/2024 তারিখের মধ্যে। বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

ট্যাগঃ
অগ্নিবীর পদ, ভারতীয় নৌবাহিনী, ভারতীয়-নৌ-অগ্নিবীর-নিয়োগ-বিজ্ঞপ্তি-2024

Latest News

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img