31 C
Kolkata
Saturday, May 4, 2024

সোনার দামে বজায় থাকলো স্বস্তি, ভ্যালেন্টাইন্স সপ্তাহে উপহার কেনার সুবর্ণ সুযোগ

Must Read

সোনার দামে বজায় থাকলো স্বস্তি, ভ্যালেন্টাইন্স সপ্তাহে উপহার কেনার সুবর্ণ সুযোগ।

অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয় ভারতে সোনা এবং রুপোর দাম। দেশীয় টাকা এবং ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও দেশের অভ্যন্তরে বাজার দেখে ঠিক করা হয় সোনা এবং রুপোর দাম।

বিভিন্ন রাজ্যে করের হার ভিন্ন থাকার জন্য দামও ভিন্ন হয়। এদিকে সোনার উপর বিনিয়োগ করোনাকালীন সময়ের পর থেকে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। সেই কারণে সোনার দামের উত্থান পতনের উপর নির্ভর করে অনেক কিছুই। এখন গহনার থেকে সোনালী এই ধাতুর উপর বিনিয়োগ সর্বাধিক।

আরও পড়ুন -  Gold Price Today: বিয়ের বাজার করে ফেলুন, স্বস্তি দিচ্ছে সোনার দাম

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। সপ্তাহের ছুটির দিন আজ রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল।

এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দামও। এবার দেখে নিন, সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা।

আরও পড়ুন -  ২০ জনের প্রাণহানি চীনে ভয়াবহ বন্যায়

আজকে কলকাতায় সোনার দাম (১১.০২.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৭০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১০.০২.২০২৪-শনিবার।
)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৭০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

আরও পড়ুন -  Sohini Sarkar: এই বছরেই বিয়ে করছেন সোহিনী - রণজয় ? কি বললেন অভিনেত্রী ?

আজকে কলকাতায় রূপোর দাম (১১.০২.২০২৪-রবিবার)
৭৫,০০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (১০.০২.২০২৪-শনিবার)
৭৫,০০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে নিম্নমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০৩৪.৪০ মার্কিন ডলার। আজ সামান্য কমে হয়েছে ২০২২.৯০ মার্কিন ডলার। কারণ দেশীয় বাজারে আজ সোনার দাম রয়েছে ঊর্দ্ধমুখী।

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img