42 C
Kolkata
Monday, April 29, 2024

Gold Price Today: বিয়ের বাজার করে ফেলুন, স্বস্তি দিচ্ছে সোনার দাম

Must Read

Gold Price Today: বিয়ের বাজার করে ফেলুন, স্বস্তি দিচ্ছে সোনার দাম।

চারিদিকে বেজেছে বিয়ের বাজনা। ব্রাইডাল সাজে সেজে উঠছেন তন্বীরা। জানুয়ারি থেকে মার্চ অবধি বাংলায় রয়েছে বিয়ের মরশুম। সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি আবার যেন বিপাকে ফেলেছিল মধ্যবিত্তদের।

এই হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি যেন ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এখনও অব্যহত সোনার মূল্যবৃদ্ধি।

আরও পড়ুন -  উল্টো রথ যাত্রা

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্দ্ধমুখী। সপ্তাহের ছুটির দিন মানে আজকে রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল।

আবার এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দামও। এবার দেখুন আজকের সোনার দরদামে।

আজকে কলকাতায় সোনার দাম (১৮.০২.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৪০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,২০০ টাকা।

আরও পড়ুন -  Kabul Mosque Blast: বিস্ফোরণে নিহত ৫০, কাবুলের মসজিদে

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (১৭.০২.২০২৪-শনিবার)

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৪০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,২০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

আরও পড়ুন -  Snow Storm: জরুরি অবস্থা জারি, তুষারঝড়ের কবলে নিউইয়র্ক

আজকে কলকাতায় রূপোর দাম (১৮.০২.২০২৪-রবিবার)
৭৬,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১৭.০২.২০২৪-শনিবার)
৭৬,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০০৪.১০ মার্কিন ডলার। আজকে বেড়ে হয়েছে ২০১৩.১০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যায়নি।

Latest News

Weather Update: বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কবে থেকে শুরু কালবৈশাখী

Weather Update: বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কবে থেকে শুরু কালবৈশাখী।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img