33 C
Kolkata
Tuesday, April 30, 2024

Gold Price Today: সোনার দামের পরিবর্তন, কেনার আগে জেনে নিন

Must Read

Gold Price Today: সোনার দামের পরিবর্তন, কেনার আগে জেনে নিন।

বিয়ের মরসুম চলছে পুরোদমে। এখন সোনার চাহিদা সবচেয়ে বেশি। আবার এখন সোনার দামেও দেখা যায় উঠানামা। যদি আজ সোনা কিনতে চান, অবশ্যই আপনার শহরে সোনার সর্বশেষ রেট সমন্ধে জানুন।

আজকে ৪ ফেব্রুয়ারি, ২০২৪, রাজধানী শহর দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮,৪৫০ টাকা। সমপরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৭৫০ টাকা। সোনার দাম সর্বোচ্চ এর তুলনায় কম থাকলেও দৈনন্দিন দামের পারদ উঠানামা অব্যাহত।

আরও পড়ুন -  Joe Biden: হামলা চালানোর শঙ্কা রয়েছে রাশিয়ার, বক্তব্যে জো বাইডেন

আজকে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮,৩০০ টাকা। সমপরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৬০০ টাকা।মুম্বাইতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮,৩০০ টাকা। সমপরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৬০০ টাকা। সোনার দাম নির্ভর করে বিভিন্ন কারণের জন্য।

আরও পড়ুন -  Gold Price Today-খুশির রহস্য সোনার দামে, আজকের ট্রেন্ড

যেমন আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য, চাহিদা ও সরবরাহ ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল। তাই দেশীয় বাজারে তেমন পরিবর্তন নেই।

উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি ও ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গহনা তৈরি করা হয়।

আরও পড়ুন -  Covid-19: কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

বিশেষজ্ঞরা মনে করছেন, কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন।

Latest News

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল।  হরিয়ানভি নাচ: এই ঐতিহ্যের মধ্যে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img