31 C
Kolkata
Monday, April 29, 2024

বড়দিন ও তার আগের দিনের নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ

Must Read

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   বড়দিন ও তার আগের দিনের নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ।

২৪ তারিখ পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন চার্চের জন্য মোতায়েন থাকছে ৩ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ১০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৫০ জন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট ২৩৯ জন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ৩০০ জন, হোমগার্ড ১৪৭২ জন।

আরও পড়ুন -  বিজেপির মিছিলে উত্তেজনা

এছাড়াও মহিলা ইনস্পেকটর ১ জন, মহিলা সাব- ইনস্পেকটর ৯ জন, অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ২৪ জন ও মহিলা কনস্টেবল ১৭৮ জন।

সব মিলিয়ে শুধুমাত্র ২৪ তারিখ সন্ধার জন্য ২২৮৬ জন।

২৫ তারিখের জন্য কলকাতা পুলিশের তরফে থাকছে।

৯ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৭৫ জন ইনস্পেকটর, ৩০৪ জন সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট। হোমগার্ড থাকছে ২০৬৪ জন।
মহিলা ১ জন ইনস্পেকটর, ৯ জন সাব ইনস্পেকটর, ৩২ অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ও ২৬১ জন মহিলা কনস্টেবল।

আরও পড়ুন -  টাকার ব্যাগ, মোবাইল ও আধার কার্ড কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো এক সিভিক ভলেন্টিয়ার

সব মিলিয়ে ৩১৮৯ জন।।

এছাড়াও PCR Van, QRT ও HRFS প্রস্তুত রাখা হয়েছে লালবাজারের তরফে।

রিভার ট্রাফিক পুলিশ প্রস্তুত রাখছে চারটি ঘাটে।
★ পানি ঘাট ১
★ পানি ঘাট ২
★ একটি জেটিতে
★ প্রিন্সেস ঘাটে

আরও পড়ুন -  Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নথি সংক্রান্ত নিয়মের কিছুটা সরলীকরণ করা হল

ডিএমজি দুটি থাকবে একটি বেলুড় ঘাট ও দক্ষিণেশ্বর ঘাটে।

নজরদারি চালানো হবে এজেসি বোস রোড ও মৌলালি ক্রসিং থেকে মল্লিক বাজার সহ একাধিক জায়গায়।

৮ টি বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে লালবাজারের তরফে।

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img