40 C
Kolkata
Monday, April 29, 2024

Urfi: আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর উরফির সাজ নকল করে চর্চায়, নেটজনতা কি বলেছেন?

Must Read

প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন। সেইসময় বিগবসের মঞ্চ থেকে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। এখন উরফি আর বিতর্ক একে অপরের পরিপূরক। তিনি যেখানে থাকবেন সেখানেই বিতর্ক।

নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। কোনো না কোনো কারণে চর্চায় চলে আসেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, স্পষ্ট সকলের কাছেই।

আরও পড়ুন -  Book Fair: ৩৩তম মালদা জেলা বইমেলার উদ্বোধন করলেন, মহারাজ স্বামী ত্যাগোরুপানন্দজী মহারাজ

সোশ্যাল মিডিয়ার পাতায় আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর শেয়ার করে নেওয়া একটি ঝলক অনেক নেটনাগরিকদের নজর কেড়েছ। সাম্প্রতিক এই ঝলকে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন উরফি জাভেদের একটি সাজকে নকল করতেই দেখা গিয়েছে তাকে। উরফির সাজকে নকল করেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় এই আমেরিকান ডিজিটাল ক্রিয়েটর চ্যাং হি কিম।

 

View this post on Instagram

 

A post shared by Chang Hee Kim (@_jjang.e)

শেয়ার করে নেওয়া ঝলকের প্রথমে উরফির এক ঝলক মিলেছে। পরবর্তী ঝলকেই চ্যাং হি কিমকে উরফির একটি সাজ নকল করতে দেখা গিয়েছে। ঝলকে এই আমেরিকান ডিজিটাল ক্রিয়েটরকে উরফির মতো নিজের জিন্স কেটে টপ বানিয়ে পরতে দেখা গিয়েছে। তিনি অবশ্য নিজের ঘরেই ক্যাটওয়ার্ক করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, তার পোষ্য বিড়ালও এই সাজ মেনে নিতে পারছে না!

আরও পড়ুন -  শীতকালে কেন বিয়ে করবেন ?

এই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। বেশিরভাগের মত, এক্ষেত্রে বিড়ালটিকে নিয়েই কথা হোক, তার ভাবভঙ্গি খুবই সত্যি ছিল, সে ভাবতেও পারেনি এমন দৃশ্য তাকে দেখতে হবে। কেউ লিখেছেন, তিনি ভাবছেন জিন্সটা নিশ্চয়ই পুরনো ছিল।

আরও পড়ুন -  YouTube: ইউটিউব ভাষাগত ব্যবধান কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে

Latest News

Weather Update: বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কবে থেকে শুরু কালবৈশাখী

Weather Update: বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কবে থেকে শুরু কালবৈশাখী।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img