34 C
Kolkata
Friday, May 3, 2024

IPL 2023: অবিশ্বাস্য রেকর্ড আইপিএলে, আর্শদীপ সিং মিডল স্টাম্প ভাঙলেন

Must Read

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে পাঞ্জাবের তারকা বোলার আর্শদীপ সিং গড়লেন এক অবিশ্বাস্য রেকর্ড গতকাল। আইপিএলের ইতিহাসে এই রকম রেকর্ড নেই।  

আশ্চর্যজনকভাবে লখনউ সুপার জায়েন্টসকে ৭ রানে পরাজিত করে গুজরাট টাইটান্স। দ্বিতীয় খেলায় আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৩ রানে হারায় পাঞ্জাব কিংস। শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে মুম্বাইয়ের আর্শদীপ সিং।

ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাঞ্জাব কিংস। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারণের মাত্র ২৯ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস।

আরও পড়ুন -  Virendra Sehwag: ধীর গতিতে ব্যাটিংয়ের জন্য বীরেন্দ্র শেবাগ, ধুইয়ে দিলেন শুভমান গিলকে

বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই ওপেনিং ব্যাটসম্যান ঈশান কিষাণের উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে অধিনায়ক রোহিত শর্মা ৪৪, সূর্য কুমার যাদব ৫৭ ও ক্যামেরন গ্রিনের ৬৭ রানের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স।

শেষ ওভারে মুম্বাইয়ের সামনে লক্ষ্যমাত্রা ১৬, অধিনায়ক স্যাম কারণ বল তুলে দেন আর্শদীপ সিংয়ের হাতে।  শেষ ওভারে বল হাতে পেয়ে অবিশ্বাস্য রেকর্ডটি গড়েন তিনি। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন টিম ডেভিড। পরের বলে রান করতে পারেননি তিলক ভার্মা।

আরও পড়ুন -  Relationship Tips: এই উপায়ে খুশি করুন সঙ্গিনীকে, বজায় থাকবে উষ্ণতা

ওই ওভারের তৃতীয় বলে আর্শদীপের দুর্দান্ত ইয়র্কার বলে ক্লিন বোল্ড হন তিলক। এই ইয়র্কার বলেই তিলক বর্মার মিডল স্টাম্প ভেঙে দেন আর্শদীপ। স্টাম্পটি প্রতিস্থাপন করা হলে ওভারের চতুর্থ বলে নেহাল ওয়াধেরাকে ফের ইয়র্কার বল করেন তিনি।

আরও পড়ুন -  Aditya Narayan: বাবা হচ্ছেন উদিত পুত্র আদিত্য নারায়ণ, পরিবারে নতুন সদস্য

আশ্চর্যজনকভাবে সেই বলেও মিডল স্টাম্প ভেঙে ফেলেন আর্শদীপ সিং। পরপর দুই বলে মিডল স্ট্যাম্প ভেঙে ফেলার এমন অবিশ্বাস্য রেকর্ড নেই বিশ্ব ক্রিকেটে।

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img