23 C
Kolkata
Wednesday, May 8, 2024

Virendra Sehwag: ধীর গতিতে ব্যাটিংয়ের জন্য বীরেন্দ্র শেবাগ, ধুইয়ে দিলেন শুভমান গিলকে

Must Read

ওপেনার শুভমান গিল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এদিন মোহালির আইএস বিন্দ্রা পিসিএ স্টেডিয়ামে ২০২৩ আইপিএলের ১৮তম ম্যাচে পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারানোর পেছনে গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিলের ভূমিকা ছিল লক্ষণীয়।

ওই ম্যাচে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের সীমা পার করান। তার এই লম্বা ইনিংসে খুশি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।

ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার দেওয়া বক্তব্যের সাথে এদিন গলা মেলান ভারতের ধ্বংসাত্মক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বলেন, ম্যাচ জয় করলেও মাত্র ১৫৪ রান করতে এতটা সময় নেওয়া উচিত হয়নি ব্যাটসম্যানদের। আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি রয়েছে। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বীরেন্দ্র শেবাগও একই কথা তুলে ধরেন।

আরও পড়ুন -  Shubman Gill: উষ্ণতা বাড়ালেন শুভমান গিলের বোন, ইন্টারনেটে ছোট পোশাকে, আপনি ভক্ত হয়ে পড়বেন

তিনি সরাসরি বলেন, ‘যখন আপনি নিজের জন্য খেলবেন তখন ওই ক্রিকেটই আপনাকে কোন না কোন পর্যায়ে থাপ্পর দেবে। আপনার মানসিকতা যদি এমনটা হয় যে, প্রথমে আমাকে অর্ধশতরনের ইনিংস খেলতে দিন তারপর আমি দ্রুত গতিতে রান তুলব। তবে এই মনোভাবের জন্য নিঃসন্দেহে আপনার ক্যারিয়ার ধ্বংস হবেই।’

আরও পড়ুন -  প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

তিনি বলেন, ‘শুভমান গিল এদিন ৪১ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেছেন। মাত্র ৭ বলে আরও ১৭ রান যুক্ত করেছেন দলের খাতায়। যদি তিনি অর্ধশত রান করেই সাজঘরে ফিরতেন তবে শেষ ওভারে বাকি থাকা ৭ রানের পরিবর্তে গুজরাটের ঘাড়ে ১৭ রানের বোঝা এসে পড়তো। ফলে শেষ ওভারে পাঞ্জাবের বিপক্ষে ১৭ রান করে জয় লাভ করা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়তো গুজরাটের। যদি এখন আপনি আপনার মানসিকতা না পাল্টান, সেক্ষেত্রে এক সময় ক্রিকেট আপনার সঙ্গ পরিত্যাগ করবে।’

Latest News

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img