33 C
Kolkata
Tuesday, April 30, 2024

“জীবনের নদীতে নৌকা”, কিছুটা ভয়ংকর কিছুটা মজার

Must Read

নৌকা নদীতে ভাসে আপন মনে। 

বিকেলের সূর্যের আলোয় নদীর তীরে নৌকা ভাসে,
তার পাশে ঘাসের মেঘ ছায়াপথ সৃষ্টি করে।
সীমাহীন আকাশে তারা মিলে যায় আকাশবাণী করে,
মনে হয় না কখনো এই মনোহর দৃশ্য থামে না ভাসে।

বাতাসের ঝাঁকুনি নৌকা সাগরের মতো ভাসে যায়,
মনে হয় সমুদ্রের অলস লঘু তরঙ্গ সে পায়।
জীবন হলো নদী, সব সময় চলে যায় পথ ভেদে,
কেন মানুষ হয় দুঃখী, কেন হয় তার সঙ্গে মেলে না।

আরও পড়ুন -  Sumona Chakravarti: সকলের প্রিয় মঞ্জু, শো থেকে বাদ পড়ল, মনে যন্ত্রনার কথা শুনুন !

মনে হয় সব সময় ভীষণ দুর্দান্ত এই দৃশ্য,
জীবনের অশ্রু আকাশকে ভেজায় শুধু মানুষের অবস্থা যেন।
এই নৌকায় ভাসা, এই নদীর জল মুছে দেওয়ার ইচ্ছে,
তাই হয় মানুষ জীবনে দুঃখ পায় হাজার সমস্যার ইচ্ছে।

আমি মনে করি যে জীবন হলো নদী,
সবসময় পাথ চলার কাজ করে সময় পার করে।
হাজার কাজে ফেরত নেই আমাদের জন্য কোন নির্দিষ্ট দিন,
তাই আমাদের হয় না সময় দিয়ে একসাথে সব কাজ করতে চায়।

আরও পড়ুন -  ভারতীয় আবহাওয়া দপ্তরের প্রতিষ্ঠা দিবসে ভূ-বিজ্ঞান মন্ত্রকের 'মৌসম' মোবাইল অ্যাপের সূচনা

আমরা হয় দুঃখী, প্রবল স্বপ্নের বিচরণে সময় নষ্ট করে,
জীবন হয় নদীর মতো, তার পাথ চলার কাজে সময় পার করে।
একটি অস্থির দৃশ্য যেন নদীর জলের মতো,
জীবন সবসময় চলে যায় তার পথ মেলে।

তাই হয় না জীবন সবসময় বিপদ ছাড়াই,
তবে মানুষ হয় দুঃখী না হলে কোন খুশি হয়?
তাই চলো সবাই মেলে নিজেদের সমস্যা সমাধান করি,
একটি ভালো মানুষ হয় যখন তার কাছে সমস্যা নেই দূরত্ব থেকে।

আরও পড়ুন -  ক্যামেরার সামনে ফিগার দেখালেন, এই কাজ করে অভিনেত্রী আলিয়া ভাট oops moments এর শিকার

জীবন একটি নদীর মতো, চলে যায় তার পথ মেলে,
কখনো সুন্দর কখনো দুঃখের মেলা।
কিছুটা ভয়ংকর কিছুটা মজার,
জীবনের সমস্যাগুলো হলো একটা নির্দিষ্ট পাড়ের মতো।

একটা নৌকা আছে জীবনের নদীতে ভাসে,
যেখানে বাঁচার আশায় প্রবাসী ঘাট।

Latest News

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল।  হরিয়ানভি নাচ: এই ঐতিহ্যের মধ্যে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img