33 C
Kolkata
Tuesday, May 21, 2024

ভারতীয় আবহাওয়া দপ্তরের প্রতিষ্ঠা দিবসে ভূ-বিজ্ঞান মন্ত্রকের ‘মৌসম’ মোবাইল অ্যাপের সূচনা

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রকের ভারতীয় আবহাওয়া দপ্তর সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কতা জারির ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে। আবহাওয়া দপ্তর এর জন্য ‘মৌসম’ মোবাইল অ্যাপটি চালু করেছে। এই মোবাইল অ্যাপ প্লে-স্টোর এবং অ্যাপ-স্টোর – দু’জায়গাতেই পাওয়া যাবে। অহেতুক প্রযুক্তিগত শব্দের ব্যবহার না করে, সহজ ভাষায় সর্বসাধারণের জন্য আবহাওয়া সংক্রান্ত তথ্য এবং পূর্বাভাস এই অ্যাপের মাধ্যমে দেওয়া হবে।

অ্যাপ ব্যবহারকারীরা আবহাওয়া, তার পূর্বাভাস, রেডারের মাধ্যমে প্রাপ্ত ছবি এবং আবহাওয়া সংক্রান্ত সতর্কতা এই অ্যাপের মাধ্যমে সহজেই জানতে পারবেন।

আরও পড়ুন -  আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন

এই অ্যাপের মাধ্যমে পাঁচ রকমের পরিষেবা পাওয়া যাবে –

১) বর্তমান আবহাওয়া – ২০০টি শহরের আবহাওয়া, আর্দ্রতা, বাতাসের গতিবেগ সম্পর্কে যাবতীয় তথ্য দিনে আটবার দেওয়া হবে। এছাড়া, সূর্যোদয় -সূর্যাস্ত ও চন্দ্রোদয়-চন্দ্রাস্তের তথ্য পাওয়া যাবে।

২) বর্তমান আবহাওয়ার তথ্য – ৮০০টি আবহাওয়া কেন্দ্র এবং রাজ্যস্তরের আবহাওয়া কেন্দ্রগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনবার আবহাওয়া সংক্রান্ত সতর্কতা থাকলে সেগুলি জানানো হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই সতর্কতা অত্যন্ত ফলপ্রসূ হবে।

আরও পড়ুন -  Nusrat-Yash: “আমি ও যশ খুব ভালো সময় কাটাচ্ছি”, প্রথমবার জনসমক্ষে নুসরত মুখ খুললেন

৩) শহরের পূর্বাভাস – দেশের ৪৫০টি শহরের গত ২৪ ঘন্টার আবহাওয়ার খবর এবং পরবর্তী সাতদিনের পূর্বাভাস বিস্তারিতভাবে জানানো হবে।

৪) সতর্কতা – সমস্ত জেলার বিষয়ে দিনে দু’বার পরবর্তী পাঁচদিনের সতর্কতার বিষয়ে নাগরিকদের জানানো হবে। এক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকলে লাল, কমলা এবং হলুদ সতর্কতার বিষয়ে জানানো হবে। লাল সতর্কতার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হবে। কমলা সতর্কতার অর্থ কর্তৃপক্ষ এবং জনসাধারণ যাতে পরিস্থিতির বিষয়ে সজাগ থাকেন, আর হলুদ সতর্কতার অর্থ হল কর্তৃপক্ষ এবং জনসাধারণ সর্বশেষ পরিস্থিতির দিকে যাতে নজর রাখেন।

আরও পড়ুন -  ৭৭৭ লাইভ মেকআপ

৫) রেডার থেকে প্রাপ্ত তথ্য – প্রতি ১০ মিনিট অন্তর ওই অ্যাপে আবহাওয়া কেন্দ্রগুলির রেডারের মাধ্যমে প্রাপ্ত সর্বশেষ তথ্য জানানো হবে।

এই অ্যাপের সাহায্যে জনসাধারণ সহজ ভাষায় বিভিন্ন তথ্য পাবেন। আইসিআরআইএসএটি-র ডিজিটাল এগ্রিকালচার অ্যান্ড ইয়ুথ টিম ও পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি-র সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর যৌথভাবে এই অ্যাপটি তৈরি করেছে। সূত্র – পিআইবি।

Latest News

Gold Price Today: মুখে হাসি ফুটেছে ক্রেতাদের সোনার দাম শুনে, তা হলে আজকে কলকাতায় দাম কি?

Gold Price Today: মুখে হাসি ফুটেছে ক্রেতাদের সোনার দাম শুনে, তা হলে আজকে কলকাতায় দাম কি? জৈষ্ঠ্য মাসে বিয়ের জন্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img