29 C
Kolkata
Friday, May 3, 2024

Spain-Morocco: কোয়ার্টার ফাইনালে মরক্কো, ইতিহাস রচনা করে, স্পেনকে হারিয়ে

Must Read

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মরক্কো পেনাল্টি শুটআউটে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস রচনা করে।

দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের খেলায় চারটি দেশ মাঠে নামবে। প্রথম ম্যাচে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হয় মরক্কো। প্রথমার্ধে কেউই সুযোগ লাগাতে পারে নি। গোলশূন্য ‘ড্র’ নিয়ে বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুন -  জয়ের স্বাদ পেল মরক্কো বিশ্বকাপে এই প্রথম

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে উভয় দল। তবে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্পেন ও মরক্কো। নির্ধারিত সময়ের খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি। খেলার পরিণতি নির্ধারণে নেয়া হয় পেনাল্টি শুটআউটের সহায়তা।

১২০ মিনিটের লড়াইয়েও ম্যাচের ফলাফল গোলশূন্য। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো তিন তিনটি শট ঠেকিয়ে দেন। আফ্রিকার দেশটির হয়ে নায়কের ভূমিকায় যেন অবতীর্ণ হলেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা গোলরক্ষক। দেশের হয়ে গড়লেন ইতিহাস। কেউই আগে করতে পারেনি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার শেষ আটে উঠেছে মরক্কো।

আরও পড়ুন -  CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নতুন ইনভেস্টর ইস্টবেঙ্গলের

ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পেছনে ফেলে ‘এফ’ গ্রুপের সেরা দল হিসেবে নক আউট পর্ব খেলতে এসেছে মরক্কো। অন্যদিকে ‘ই’ গ্রুপে জাপানের পর দ্বিতীয় স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন। র‌্যাঙ্কিংয়ে স্পেনের থেকে ১৫ ধাপ পিছিয়ে মরক্কো ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়েছে।

আরও পড়ুন -  Croatia-Morocco: আটকে দিল মরক্কো, ক্রোয়েশিয়াকে, ‘এফ’ গ্রুপের ম্যাচে

ছবিঃ সংগৃহীত।

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img