32 C
Kolkata
Monday, May 6, 2024

Bridge Collapse in Gujarat: গ্রেপ্তার ৯, গুজরাটে সেতু ধসের ঘটনায়

Must Read

গুজরাটে ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতু ধসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় মোরবি জেলায় মাচ্চু নদীর উপর ওই ঝুলন্ত সেতুটি কয়েকশ মানুষ নিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ে, অন্তত ১৩৪ জন নিহত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ সোমবার সকালে নিহতের সংখ্যা ১৪১ বলে জানিয়েছিল,পরে তা সংশোধন করা হয়।

আরও পড়ুন -  Gold Mines: সোনার ভাণ্ডারের সন্ধান লিথিয়ামের পর, রাজকোষের সন্ধান এই তিন জেলায়

সেতুতে থাকা অনেকেই অন্ধকারের মধ্যে ছিটকে নদীতে পড়ে যান। সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে ভেঙে পড়া সেতু থেকে বহু মানুষকে ঝুলে থাকতেও দেখা গেছে। এই সময় সাহায্য পাওয়ার জন্য অনেকে চিৎকার করছিলেন।

বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে চার জন সেতুটির রক্ষণাবেক্ষণে চুক্তিবদ্ধ থাকা একটি কোম্পানির কর্মী।

আরও পড়ুন -  Floods In Assam: আরও ১১ জনের মৃত্যু, আসামে বন্যায়

নিহতদের মধ্যে বহু শিশু, নারী ও বৃদ্ধ লোক আছে। নতুন করে কাউকে খুঁজে পাওয়ার আশা ক্রমেই মিলিয়ে যাচ্ছে।

আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯ শতকে, ভারতে ব্রিটিশ শাসনের সময়। স্থানীয়দের কাছে জুল্টো পুল নামে পরিচিত ২৩০ মিটার দীর্ঘ ওই সেতুতে অনেকেই বেড়াতে যান।

আরও পড়ুন -  Srabanti-Roshan: ডিভোর্স মামলা করলেন শ্রাবন্তী ! রোশনের থেকে মুক্তি পেতে

সাত মাস বন্ধ রেখে সংস্কার কাজ সেরে মাত্র পাঁচ দিন আগে গুজরাটের নববর্ষের দিন সেতুটি খুলে দেয়া হয়েছিল। কেন সেটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার আগের দিন সেতুটিতে অনেকেই জটলা করে। সেখানে লাফালাফি করতেও দেখা যায়।

Latest News

ভালোবাসার আয়না

ভালোবাসার আয়না।  আয়না, তুমি কি দেখো আমার ভেতর, এই যে মুখ, এই যে চোখ, এই যে হাসি, এই যে অন্তরে লুকিয়ে থাকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img