31 C
Kolkata
Friday, May 10, 2024

Police Shot: আহত কিশোর, গাড়িতে বসে বার্গার খাওয়ার সময় পুলিশের গুলি

Must Read

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্তনিওতে ম্যাকডোনাল্ডের পার্কিংয়ে গাড়িতে বসে বার্গার খাওয়ার সময় গুলি করে পুলিশ। গুরুতর আহত ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের গুলিতে আহত হওয়া ওই কিশোরের নাম এরিক ক্যান্টু, বয়স ১৭ বছর।

পুলিশ বলছে, জেমস ব্রেনান্ড নামের এক পুলিশ কর্মকর্তা ফাস্ট-ফুড জয়েন্টে গোলযোগ হচ্ছে বলে ফোন পেয়ে সেখানে দ্রুত ছুটে যান। তিনি ধারণা করেন যে, যে ছেলেটি গাড়িতে বসে আছে সেই গাড়িটি আগের রাতে পুলিশকে দেখে পালিয়ে গিয়েছিল।

আরও পড়ুন -  Strawberry Ice Cream: সহজ উপায় স্ট্রবেরি আইসক্রিম তৈরি করুন পুজোর সময় বাড়িতে

ঘটনার সময় গাড়ির ভেতরে বসে এক বন্ধুসহ বার্গার খাচ্ছিলেন ওই কিশোর। হঠাৎই গাড়ির দরজা খুলেন ওই পুলিশ কর্মকর্তা। সে গাড়ির দরজা বন্ধ করতে চাইলে বেশ কয়েকটি গুলি করা হয় তাকে।

আরও পড়ুন -  CSIR: নিকাশী ব্যবস্থার জঞ্জাল পরিষ্কার করার জন্য সিএসআইআর উদ্ভাবিত যন্ত্র

ওই কিশোরের আইনজীবী জানিয়েছেন, সে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার, ২ অক্টোবরের ওই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জেমস ব্রেনান্ডকে বরখাস্ত করা হয়েছে।

 ওই কিশোরের বিরুদ্ধে পুলিশকে লাঞ্চিত করার অভিযোগ আনা হয়েছিল। তবে বেক্সার কাউন্টির জেলার অপরাধবিষয়ক অ্যাটর্নি জো গঞ্জালেস শুক্রবার ঘোষণা করেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

আরও পড়ুন -  ভারতের পাশে গুগুল ও মাইক্রোসফট, সব রকম সাহায্য করবেন, করোনার জন্য

 এরিকের গাড়িটি চুরি হয়েছে নাকি প্রকৃতপক্ষে অন্য লাইসেন্স বা নেমপ্লেট ব্যবহার করেছে তা পুলিশ নিশ্চিত করেনি। বিষয়টি তদন্ত করছে জেলা অ্যাটর্নি অফিস।

সূত্রঃ  ইয়াহু নিউজ। ছবিঃ সংগৃহীত।

Latest News

Short Film: শ্যালিকার সাথে কুকীর্তি ঘটালেন জামাইবাবু স্ত্রীর অবর্তমানে, বাড়িতে সবার সামনে এই শর্ট ফিল্ম দেখা যাবে না

Short Film: শ্যালিকার সাথে কুকীর্তি ঘটালেন জামাইবাবু স্ত্রীর অবর্তমানে, বাড়িতে সবার সামনে এই শর্ট ফিল্ম দেখা যাবে না।  Short Film...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img