36 C
Kolkata
Thursday, May 16, 2024

West Bengal Scholarship: স্কলারশিপ দেবে রাজ্য সরকার, মাসে ৫ হাজার টাকা, প্রক্রিয়া জানুন

Must Read

রাজ্য সরকারের তরফ থেকে এসেছে আরো একটি নতুন উদ্যোগ, সেটি হল-স্কলারশিপ (West Bengal Scholarship)। স্কুল পড়ুয়ারা পাবেন আর্থিক সাহায্য সরকারের কোষাগার থেকে। নতুন এই প্রকল্পটির নাম – “স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ।”(Swami Vivekananda Merit cum Means Scholarship) সংক্ষেপে – SVMCM চলুন জানি।

 রাজ্য সরকারের অধীনে যেসব ছাত্র ছাত্রীরা আছেন তারাই পাবেন। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের সকল পড়ুয়া এই স্কলারশিপের অধীনে রয়েছেন। কিন্তু পরীক্ষায় পেতে হবে কম পক্ষে ৫০% নম্বর। এই স্কলারশিপটির নাম – “স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ।”

আরও পড়ুন -  Mamata Banerjee: পুজোয় মুক্তি পেল মুখ্যমন্ত্রীর ‘মিউজিক অ্যালবাম’, মুকুটে যোগ নতুন পালক

অনলাইনে আবেদন করতে পারবেন স্কুল পড়ুয়ারা। রাজ্য সরকারের ওয়েবসাইট।

www.svmcm.wbmdfc.co.in এ ভিজিট করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে নিজের নাম দিয়ে। তারপর কোন কোর্সের জন্য স্কলারশিপ চায়, উল্লেখ করতে হবে।

আরও পড়ুন -  Tip: টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তা, অভিযুক্ত পুলিশ সদস্যের নাম নাজমুল তারেক!

অনলাইনে ফর্ম পূরণের সময় প্রয়োজন

১) জন্মের শংসাপত্র
২) মার্কশিট
৩) শেষ পরীক্ষার এডমিট কার্ড
৪) আধার কার্ড
৫) পারিবারিক আয়ের শংসাপত্র
৬) ব্যাংকের যাবতীয় তথ্য এবং সংশ্লিষ্ট আবেদনকারীর নতুন কোর্সের ভর্তির রশিদ

রাজ্য সরকার ফর্ম খতিয়ে দেখার পর সরাসরি পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পৌঁছে দেবে।

  • সরকারি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান হতে হবে। কোনো প্রাইভেট, ইংলিশ মিডিয়াম হলে চলবে না।
  • এই রাজ্যের বাসিন্দা হতে হবে।
  • আধার কার্ড বাধ্যতামূলক।
  • রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কেবল মাত্র একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দরকার
  • পরিবারের বাৎসরিক আয় প্রি ও পোস্ট ম্যাট্রিকের জন্য ২ লক্ষ টাকা ও মেরিট কাম মিনসের জন্য ২.৫ লক্ষ টাকা হতে হবে।
  • পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেতেই হবে।
আরও পড়ুন -  অভিনেত্রী কবিতা ভাবী আবার সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, পুরুষ ভক্তদের জয় করলেন মন (Bold Web Series)

Latest News

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন ( Kakima's secret needs are met by...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img