32 C
Kolkata
Friday, May 10, 2024

WhatsApp: হোয়াটসঅ্যাপে চালু হবে নতুন নিয়ম

Must Read

হোয়াটসঅ্যাপ, ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে নয়া ফিচার। এই আপডেটটি পেতে ইউজাররা অনেকদিন ধরেই প্রতীক্ষা করছিলেন। হোয়াটসঅ্যাপ তার বিটা ভার্সানে আপডেটটি নিয়ে এল।

বলা হচ্ছে, এবার থেকে ইউজাররা হোয়াটসঅ্যাপে আর স্ক্রিনশট নিতে পারবেন না। উল্লেখ্য, এই ধরনের ফিচার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মে রয়েছে অনেকদিন আগে থেকে। প্রাইভেসি এবং সিকিউরিটির জন্যই এই বৈশিষ্ট্য রাখা হয়।

WABetaInfo জানিয়েছে, প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে এই ফিচারটি আনা হবে। সেটির পরীক্ষামূলক ট্রায়ালও করা হবে। তারপর সব ভার্সানে আনা হবে এই আপডেট। অনেকে এই ফিচার নিয়ে অসন্তোষও প্রকাশ করেছে। যদিও কেবল “View Ones” এই ফিচারটি থাকবে বলে জানান হয়েছে।

আরও পড়ুন -  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আজ। পালন করা হলো না মালদায় !

গত বছর, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছিল যেখানে যে কোনও ছবি “ভিউ ওয়ানস” এ পাঠানো যেতে পারে। ছবি বা ডকুমেন্টস যাতে খোলার পরে ছবিটি অদৃশ্য হয়ে যায়। এই ফিচারটি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ এ রয়েছে। এই ভিউ ওয়ানস এর মেসেজের স্ক্রিনশট নিলে তা ইউজারকে জানিয়ে দিত হোয়াটসঅ্যাপ। এবার অবশ্য স্ক্রিনশট নেওয়াই যাবে না। প্ল্যাটফর্মের গোপনীয়তা বজায় রাখতেই এই আপডেট, এমনটাই জানান হয়েছে। যদি কোনও ইউজার স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন, WhatsApp একটি পপ-আপ মেসেজ দেখাবে। যেখানে লেখা থাকবে- “Can’t take screenshot due to security policy”।

আরও পড়ুন -  WhatsApp: সচল হয়েছে হোয়াটসঅ্যাপ, দুই ঘণ্টা ডাউন থাকার পর

বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে এই অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আগেই মার্ক জুকারবার্গ তাঁর এই অ্যাপে রিয়্যাকশনের ফিচার এনেছিলেন। এবার বছর ঘুরতে না ঘুরতেই ফের নতুন ফিচার। অন্যদিকে, এই হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পারেল ডুরভ। তিনি বলেন হোয়াটসঅ্যাপে খুব খারাপ এনক্রিপশন রয়েছে এবং সে কারণে হ্যাকাররা আপনার ফোনে থাকা ডেটা সহজেই ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন -  নতুন আপডেট হোয়াটসঅ্যাপের

Latest News

রাজধানী এক্সপ্রেস মিশে যাবে বন্দে ভারতে? নতুন সিদ্ধান্ত ভারতীয় রেলের

রাজধানী এক্সপ্রেস মিশে যাবে বন্দে ভারতে? নতুন সিদ্ধান্ত ভারতীয় রেলের।  দারুন খবর ট্রেন যাত্রীদের কাছে। এইবার ভারতীয় রেল যাত্রীদের আরও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img