37 C
Kolkata
Sunday, May 5, 2024

Umpiring: আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে

Must Read

 আইপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিলো কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে একই ওভারে আম্পায়ারের তিনটি ভুল সিদ্ধান্ত।

আইপিএলে কলকাতা ও দিল্লির ম্যাচে পরপর তিন বলে আউট হয়ে বেঁচে যান আজিঙ্কা রাহানে। দুবার রিভিউ নিয়ে জীবন পান, একবার আম্পায়ারের বদান্যতায়। দিল্লির বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের প্রথম বল আজিঙ্কা রাহানের প্যাডে লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা পড়ে।

আরও পড়ুন -  Virat Kohli: কিং কোহলি ৩টি বিস্ময়কর রেকর্ড গড়লেন, একেই বলে অধিনায়কত্ব

দিল্লি ক্যাপিটালসের আবেদনে সাড়া দিয়ে রাহানেকে আউট দেন আম্পায়ার জয়রমন। সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে যান রাহানে। তার পরের বলটি ব্যাটের কানায় লেগে রাহানের প্যাডে আঘাত হানে। আজিঙ্কা রাহানেকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। এবারো রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

আরও পড়ুন -  Twitter: ফিরিয়ে আনছে টুইটার, ছাঁটাই কর্মীদের

ইনিংসের প্রথম ওভারের সিদ্ধান্ত বদলানোর কারণে স্বাভাবিকভাবেই চাপ বাড়ে আম্পায়ারের ওপর। সেই চাপের কারণেই একই ওভারে তৃতীয় বলে আউট হওয়া সত্ত্বেও রাহানেকে আউট দেননি আম্পায়ার জয়রমন। মোস্তাফিজের বল রাহানের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়। তবে দিল্লির কোনো ক্রিকেটার আউটের আবেদন করেননি। ফলে সে যাত্রায় নিশ্চিত আউট হয়েও বেঁচে যান রাহানে।

আরও পড়ুন -  VIRAL: নাতির সঙ্গে উদ্দাম নাচ ঠাকুমার, ‘সামি সামি’ গানে, ভিডিও ভাইরাল

 আম্পায়ারিং নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে বিতর্ক চলছে, এরই মধ্যে আইপিএলের মতো টুর্নামেন্টে আম্পায়ারদের এমন ভুল সিদ্ধান্ত তাদের মান ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

Latest News

Web Series: বৌমা ধরলেন শ্বশুরের কুকীর্তি, রিলিজ হলো এই রকম সাহসী ওয়েব সিরিজ

Web Series: বৌমা ধরলেন শ্বশুরের কুকীর্তি, রিলিজ হলো এই রকম সাহসী ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img