33 C
Kolkata
Monday, April 29, 2024

Protesting Students: স্কুলের ছাত্র সংখ্যা 900-র বেশি, শিক্ষক মাত্র 8, অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের!

Must Read

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ   স্কুলের ছাত্র সংখ্যা 900-র বেশি, শিক্ষক মাত্র 8, অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।

স্কুলে রয়েছে 900 বেশি ছাত্র, শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 8, ঠিকমতো হয় না পড়াশোনা। একাধিক ক্লাস বন্ধ হয়ে থাকে।

এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্কুলের ছাত্রছাত্রীরা। নদীয়ার পলাশীপাড়া থানার গোপীনাথপুর নেতাজী বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় এর ঘটনা। জানা যায় পলাশীপাড়া গোপীনাথ পুর নেতাজী বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়। ছাত্র-ছাত্রী সংখ্যা 1000 ছুই ছুই। কিন্তু শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র আটজন। ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সহ একাধিক বিষয়ে শিক্ষক-শিক্ষিকার অভাবে ক্লাস বন্ধ হয়ে থাকে। নিয়মিত স্কুলে এলো হয় না ঠিকমতো পড়াশোনা।

আরও পড়ুন -  ডাকবাংলো মাঠে সরকারিভাবে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পর শুভ উদ্বোধন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দীর্ঘদিন ধরে এভাবেই চলছে স্কুল। অবশেষে নাকাশিপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। না হলে যেভাবে পড়াশোনা চলছে তাতে আর কিছুদিন এইভাবে চললে স্কুল বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন -  Jail: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 10 বছরের জেল অভিযুক্তর

এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস বলেন, এর আগে যে কজন শিক্ষক ছিলেন তারা নিজেরাই আবেদন করে অন্যত্র চলে গেছেন। যে কজন রয়েছেন তাদের মধ্যে একজনের আর দিন কয়েক পরেই অবসর নেবেন। এভাবেই দীর্ঘদিন ধরে এই স্কুল চলছে। শিক্ষক না থাকার কারণে ঠিকভাবে পড়াশোনা করানো সম্ভব হচ্ছে না। যদিও তিনি বলেন ছাত্র-ছাত্রীদের এই বিক্ষোভে সামিল হননি।

আরও পড়ুন -  স্কুল চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক স্কুল ছাত্রীর, ঘটনায় তীব্র চাঞ্চল্য

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img