40 C
Kolkata
Monday, April 29, 2024

Bus Fares: ভাইফোঁটার পর বাস ভাড়া বাড়তে পারে

Must Read

 বাসমালিকদের বক্তব্য, এই মুহূর্তে বাস ভাড়া না বাড়লে অচিরেই ফের বাসের চাকা বন্ধ হতে পারে। এর উপর দীর্ঘ দিন লকডাউন থাকা এবং করোনা বিধিনিষেধের জেরে হিমশিম অবস্থা। বর্তমানে কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। আর তাতেই বেসরকারি বাস বিপাকে পড়েছে।

একই ভাড়ায় দিনের পর দিন কোনোভাবে টানা সম্ভব নয় তাই পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাস–মালিক সংগঠনের কর্তারা। উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৮ জুনের পর পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাড়েনি। সেখানে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। তাতেই হিমসিম খাচ্ছেন বাস–মালিকরা।

আরও পড়ুন -  কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বেসরকারি না সরকারি বাসের উপরও চাপ পড়েছে। কারণ এরাও লোকসান মেনে নিয়ে তারা কতদিন বাস চালাতে পারবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বেসরকারি বাস মালিকদের সাফ কথা ভাড়া না বাড়লে বাস বন্ধ হয়ে যাবে। এই পরিস্থিতিতে ভাঁইফোটার পর বাস–মালিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে পরিবহণ মন্ত্রী বলেন, ‘‌পেট্রোল–ডিজেলের দাম বাড়ছে। তাতে বাস–মালিকদের সত্যিই সমস্যা হচ্ছে। এইদিকটা দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি ভাঁইফোটার পর বাস–মালিকদের নিয়ে বৈঠকে বসব।’

আরও পড়ুন -  জেলা সভানেত্রীর ডাকা বৈঠকে গরহাজির তৃণমূলের এক প্রার্থী

বেসরকারি বাস–মালিকরা এদিন দাবি জানিয়েছেন, অবিলম্বে ভাড়া বাড়াতে হবে। সরকারি দেওয়া ভর্তুকিতে তাদের সমস্যা মিটছে না।  অনেকের মনে  প্রশ্ন উঠছে, তাহলে কী সত্যি বাস ভাড়া বাড়বে?‌ এই সম্ভাবনা জিইয়ে রেখে পরিবহণমন্ত্রী বলেন, ‘‌বাস–মালিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে।’‌

আরও পড়ুন -  যৌথ উদ্যোগে মালদা জেলা বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ সভা

এই ভাড়া–বৃদ্ধি নিয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাস তো আর জলে চলে না। পেট্রোল–ডিজেলের এই মূল্যবৃদ্ধির জেরে বাস রাস্তায় নামানো সম্ভব নয়।’‌

Latest News

Vande Metro Train: ছুটবে বন্দে মেট্রো ট্রেন এই শহরগুলিতে

Vande Metro Train: ছুটবে বন্দে মেট্রো ট্রেন এই শহরগুলিতে।  এবারে আসছে বন্দে মেট্রো, বন্দে ভারত ট্রেনের পর। ভারতীয় রেল শীঘ্রই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img