32 C
Kolkata
Tuesday, May 7, 2024

Talented: তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের বক্সিং ও উশু-তে নথিভুক্তির জন্য সিলেকশন ট্রায়াল

Must Read

শিলং-এ আসাম রেজিমেন্টাল সেন্টারে আর্মি বয়েজ স্পোর্টস কোম্পানীতে তরুণ প্রতিভাবান ক্রীড়াবীদদের নথিভুক্তির জন্য রাজ্যস্তরীয় সিলেকশন ট্রায়াল আয়োজন করা হবে। বক্সিং ও উশু এই দুটি ক্রীড়া বিভাগের জন্য তরুণ প্রতিভাবানদের মনোনয়ন করা হবে। আসাম রেজিমেন্টাল সেন্টারে এই মনোনয়ন প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। ৮ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়রা সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সিকিম বাদে উত্তরপূর্বের বাকি ৭টি রাজ্যের ৮ থেকে ১৪ বছর বয়সী ক্রীড়াবীদরা আসাম রেজিমেন্টাল সেন্টারে বয়েজ স্পোর্টস কোম্পানীতে যুক্ত হতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্থির হয়েছে ন্যূনতম চতুর্থ শ্রেণী উত্তীর্ণ এবং সর্বোচ্চ সপ্তম শ্রেণী উত্তীর্ণ। অবশ্য প্রত্যেক প্রার্থীকেই ইংরেজি ও হিন্দিতে জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন -  Weather: ঝড়বৃষ্টির দুর্যোগ আজ শনিবার, জারি হলুদ সতর্কতা প্রায় সব জেলাতেই

আর্মি স্পোর্টস মেডিসিন সেন্টার এবং ডোগরা রেজিমেন্টাল সেন্টারের চিকিৎসা আধিকারিকরা প্রত্যেক প্রার্থীর দৈহিক সক্ষমতা যাচাই করে দেখবেন। এই ট্রায়াল প্রক্রিয়ায় মনোনয়নের জন্য প্রার্থীরা সাব জুনিয়র বা জুনিয়র ন্যাশনাল, রাজ্যস্তরীয় আন্তঃ বিদ্যালয় প্রতিযোগিতায় বিজয়ীর শংসাপত্র জমা করতে পারেন। আর্মি বয়েজ স্পোর্টস কোম্পানীতে নথিভুক্তির জন্য শর্তাবলীতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থীর দেহের কোনো জায়গায় স্থায়ী ট্যাটু থাকা চলবে না। সিলেকশন প্রক্রিয়ার সময় অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীকে জন্ম শংসাপত্র, কাস্ট শংসাপত্র, বিদ্যালয়ের শিক্ষাগত শংসাপত্র, গ্রাম প্রধান বা বিদ্যালয় থেকে পাওয়া ক্যারেক্টার সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা হওয়ার শংসাপত্র জমা করতে হবে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ের ৬টি কালার ফটো, জেলাস্তরীয় তা উর্ধ্বে পাওয়া ক্রীড়া শংসাপত্রের অরিজিনাল কপি, আধার কার্ডের অরিজিনাল কপি জমা করতে হবে।

আরও পড়ুন -  Anubrata Mondal: অনুব্রত কন্যা সুকন্যার, একর একর জমি, নতুন সম্পত্তির সন্ধান মিলেছে

সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীকে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ নিজেকেই বহন করতে হবে। আগামী ৮ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত শিলং-এ হ্যাপি ভ্যালিতে আসাম রেজিমেন্টাল সেন্টারে সিলেকশন প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। এসম্পর্কিত যে কোনো বিষয়ে জানার জন্য পাশে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে – 9161797483, 8762414687. সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  World Thalassemia Day: আজ ৮ ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে

Latest News

Video: দিপালীর অপূর্ব বেলি ড্যান্স হিন্দি গান চালিয়ে, ভিডিও দেখার জন্য লম্বা লাইন দিয়েছেন পুরুষরা

Video: দিপালীর অপূর্ব বেলি ড্যান্স হিন্দি গান চালিয়ে, ভিডিও দেখার জন্য লম্বা লাইন দিয়েছেন পুরুষরা। এই নতুন প্রজন্মের সামনে সোশ্যাল...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img