32 C
Kolkata
Sunday, May 5, 2024

সারেঙ্গা সাব ডিভিশনের অস্থায়ী (H R) কর্মীদের বিক্ষোভ

Must Read

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ প্রতিমাসে ১৯ দিন কাজ সহ কয়েকদফা দাবীতে কংসাবতী সেচ বিভাগের আমলাগুড়া ডিভিশনের ৪ নং সারেঙ্গা সাব ডিভিশনের অস্থায়ী (H R) কর্মীদের বিক্ষোভ। তাদের দাবী মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মাসে কমপক্ষে ১৯ দিন কাজ দিতে হবে, ২০১৬ সালের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে, ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে কাজের টাকাপেমেন্ট করতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, কংসাবতী সেচ বিভাগের অন্যান্য ডিভিশনে মাসে ১৯ দিন কাজ দেওয়া হলেও এখানে তা হয় না। এখানে ঠিকাদারের মাধ্যমে তাদের কাজ করানো হয়। কারণ ঠিকাদারের সাথে এই ইঞ্জিনিয়ারের গোপন বোঝাপড়া রয়েছে। এবছর করোনা পরিস্হিতিতেও জীবন বাজি রেখে আমরা কাজ করে গেছি। আমাদের দশজনের পারিশ্রমিক দিয়ে ১৪ জনকে ভাগ করতে হয় অন্যদিকে সারেঙ্গা সাব ডিভিশনের আধিকারিক দীপেন মজুমদারের দাবী, মাসে ১৯ দিন কাজ দেওয়ার কোন সরকারী নির্দেশিকার কথা তাঁর জানানেই। তিনি প্রথমে সংবাদমাধ্যমকে তার অফিসে ঢুকতে বাধা দেন পরে সংবাদমাধ্যমের চাপে উদ্ধত্য আচরণের মধ্যে কথা বলতে বাধ্য হন । অন্যদিকে আন্দোলন কারীদের অভিযোগ তাদের কাছ থেকে ১১ টার সময় স্মারক লিপি গ্রহণ করার সময় দিলেও তিনি বেরিয়ে যান, দীর্ঘক্ষণ অফিসের সামনে বসে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন আধিকারিক না আসার প্রতিবাদে তারা বেলা দুটো নাগাদ দরজায় তালা লাগিয়ে দেন। পরে আধিকারিক ফিরে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় আন্দোলন কারীরা এবং তালা খুলে দেয়। এ ব্যাপারে সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মিশ্র বলেন আন্দোলনকারীদের দাবিকে আমরা সমর্থন করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব ও সমস্যা সমাধানের চেষ্টা করব।

আরও পড়ুন -  রেলকর্মীর বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি, কেএসটিপিতে চাঞ্চল্য

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img