31 C
Kolkata
Monday, April 29, 2024

বামনাকৃতি কিছু নক্ষত্রকে শনাক্ত করে সেগুলি জীবের বসবাসযোগ্য বলে বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে ধারণা করেছেন

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ বিশ্ব ব্রহ্মান্ডে পৃথিবীর বাইরে অন্যত্র প্রাণের স্পন্দন পাওয়ার ধারণা স্পষ্ট হয়েছে। বামনাকৃতি কিছু নক্ষত্রকে শনাক্ত করে সেগুলি জীবের বসবাসযোগ্য বলে বৈজ্ঞানিকরা বর্ণালী সূচকের মাধ্যমে ধারণা করেছেন। অতিক্ষুদ্র বামনাকৃতি এই নক্ষত্রগুলির ওজন আমাদের সূর্যের ওজনের ৮ শতাংশ থেকে ৫০ শতাংশের মধ্যে রয়েছে। আমাদের ছায়াপথে লাল রঙের বামনাকৃতি নক্ষত্রের সংখ্যা প্রায় ৭০ শতাংশ। বিজ্ঞানীরা এইসব নক্ষত্রের মধ্যে থাকা গ্রহে প্রাণের কোন সম্ভাবনার কথা অতীতে ভাবতেন না। সম্প্রতি সূর্যের মতো গ্রহের সন্ধান পাওয়ার জন্য গবেষণায় বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে, যেখানে দেখা গিয়েছে নাক্ষত্রিক ভর এবং ব্যাসার্ধ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে জীবের বাসযোগ্য পরিবেশ থাকার সম্ভাবনা বেড়ে যায়। নাসার কেপলার মিশন থেকে জানা যায় বামনাকৃতি এই ধরণের নক্ষত্রগুলিতে পাথুরে গ্রহের সন্ধান পাওয়া গেছে।

আরও পড়ুন -  কলকাতার কাস্টমস্ বিভাগের আধিকারিকরা ৩৫ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ২৫টি প্রাচীন মূর্তি বাজেয়াপ্ত করেছে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বায়ত্ত্ব শাসিত সংস্থা এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সসের ডঃ সৌমেন মন্ডলের নেতৃত্বে ধৃমাদ্রি খাটা, ডঃ রামকৃষ্ণ দাস, ডঃ সুপ্রিয় ঘোষ এবং শ্রী সম্রাট ঘোষ এ সংক্রান্ত গবেষণায় বামনাকৃতি নক্ষত্রে পাথুরে গ্রহের সন্ধান পেয়েছেন। তাঁরা ৫৩টি এ ধরণের নক্ষত্রের ওপর গবেষণা চালিয়েছেন। এই ধরণের নক্ষত্রগুলি অতীব ক্ষুদ্র, শীতল এবং নিস্প্রভ হওয়ায় গবেষণার কাজটি চালানো বেশ কষ্টসাধ্য ছিল। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Madan Mitra: বিয়ে করলেন মদন মিত্র, পাত্রীর কে ?

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img