29 C
Kolkata
Friday, May 3, 2024

তিনদিনের কালী পুজো উৎসব শেষ হলো

Must Read

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ জঙ্গলমহল দক্ষিণ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর ( ঝাড়গ্রাম)জেলা কালী পূজা কমিটির উদ্যোগে তিনদিনের কালী পুজো উৎসব আজ মঙ্গলবার শেষ হলো। তিন দিনেই দুই জেলার কয়েক হাজার মানুষ মেলা প্রাঙ্গণে হাজির হয়েছিলেন। বিভিন্ন দিনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও হারিয়ে যাওয়া পুতুল নাচ, কীর্তন গান, আদিবাসী অর্কেস্ট্রা,আদিবাসী নৃত্য প্রতিযোগিতা, দুঃস্থদের বস্ত্র দান সর্বোপরি তিনদিনের মোরগ লড়াই উৎসব অনুষ্ঠিত হলো ফুলকুসমা অঞ্চলের কপাট কাটা মোড়ে। এখানে উল্লেখ্য অনুষ্ঠানস্থল ঝাড়গ্রাম জেলা ও বাঁকুড়া জেলার সীমান্তবর্তী জায়গা, সেই জন্য দুই জেলার মানুষ উপস্থিত থেকে উৎসবকে সাফল্যমন্ডিত করেন। বিভিন্ন দিনে বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বিনপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা,বিনপুর বিধানসভার বিধায়ক খগেন্দ্রনাথ মুর্মু, ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণকুমার গরাই প্রমূখ। আজকের বস্ত্রদান অনুষ্ঠানের দুই জেলার দুশো জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা। উৎসব কমিটির অন্যতম সদস্য শান্তনু মন্ডল বলেন আমরা আজ নয় বৎসর ধরে এই উৎসব পালন করে আসছি দুই জেলার মানুষ মিলে আমাদের এই উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়।

আরও পড়ুন -  Yash-Nusrat: ‘হট মাম্মা’ নুসরত, কোলে বসে ফটোশুট !

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img