30 C
Kolkata
Monday, May 6, 2024

শ্রমিকদের তথ্য জোগাড়ে ইতিমধ্যে নেমে পড়েছে কংগ্রেস

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা জেলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলার রায়ের ভিত্তিতে সেই শ্রমিকদের তথ্য জোগাড়ে ইতিমধ্যে নেমে পড়েছে কংগ্রেস৷ আজ এই বিষয় নিয়েই জেলা কংগ্রেসের সদর দপ্তর হায়াত ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মাসুদ আলম বলেন, এই জেলাকে গরিব রোজগার অভিযান যোজনায় অন্তর্ভূক্ত করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে ১৫ জন বিডিও ও জেলাশাসককে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়৷ জেলাশাসক জানাচ্ছেন, ১ লক্ষ ৪১ হাজার ২৮৫ জন শ্রমিককে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য কুপন দেওয়া হয়েছে৷ প্রায় ৫৯ হাজার শ্রমিককে স্নেহের পরশ প্রকল্পের আওতায় আনা হয়েছে৷ কিন্তু এখনও কেন্দ্রীয় প্রকল্পের আওতায় কাউকে নিয়ে আসা হয়নি৷ অথচ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন, কোনও জেলায় ২৫ হাজার পরিযায়ী শ্রমিক ফিরে এলেই সেই জেলাকে গরিব রোজগার অভিযান যোজনায় নিয়ে আসা হবে৷ অর্থাৎ এনিয়ে কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই নিজেদের দায় এড়াচ্ছে৷ এরই প্রতিবাদে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই৷ হাইকোর্ট রায় দিয়ে জানতে চেয়েছে, কেন এই জেলাকে কেন্দ্রীয় ওই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়নি৷ এনিয়ে আগামী ৩ নভেম্বর রাজ্য সরকারকে আদালতে এই প্রশ্নের উত্তর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আমাদের আশা, এই জেলায় ২ লাখের বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে৷ হাইকোর্টের রায়ের ফলে দুই সরকারই নিজেদের দায়িত্ব পালন করবে৷ এই জেলার ৩০ শতাংশ মানুষ উপকৃত হবে৷

আরও পড়ুন -  Cheated: বাধ্য হন গাড়ি-বাড়ি বিক্রি করতে, প্রতারণার শিকার হয়েছিলেন

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img