পুনর্বাসন দেওয়ার দাবী জানিয়ে, বেগুনিয়া কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে এলাকারবাসীর বিক্ষোভ প্রদর্শন
টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল বারাবনি বেগুনিয়া কোলিয়ারি এলাকায় ৭০ বছর ধরে বসবাসকারী কোরা পাড়া ও ভূঁইয়া পাড়া লোকদের জোর পূর্বক উচ্ছেদের খবর আসতেই পশ্চিমবঙ্গের ভূঁইয়া সমাজের সিন্টু ভূঁইয়া ও তার সহ কর্মীরা কয়েক হাজার লোক নিয়ে বেগুনিয়া কোলিয়ারি এজেন্ট অফিসের সামনে কোভিডের সমস্ত নিয়ম মেনে বিক্ষোভ সমাবেশ করেন। এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন … Read more