23 C
Kolkata
Tuesday, May 7, 2024

Gold Price Today: আবার নিম্নমুখী সোনার দাম, কলকাতার বাজারে দাম কত আজকে?

Must Read

Gold Price Today: আবার নিম্নমুখী সোনার দাম, কলকাতার বাজারে দাম কত আজকে?

অগ্রহায়ণ এবং মাঘের পর ফাল্গুন মাসেও বাংলার ঘরে ঘরে চলেছে বিয়ের মরশুম। এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি চিন্তায় ফেলেছিল মধ্যবিত্তদের। হলুদ ধাতুর মহার্ঘ হয়ে ওঠার বিষয়টি যেন ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এখনও রয়েছে সোনার মূল্যবৃদ্ধি।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল সামান্য নিম্নমুখী।

আরও পড়ুন -  Gold Price Today: রূপোর দাম বাড়লেও সোনার দামে অব্যহত পতন, আজকে শুক্রবার কলকাতায় কত দাম?

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দাম। এবার দেখুন আজকে কলকাতায় কত সোনার দাম রয়েছে।

আজকে কলকাতায় সোনার দাম (১৯.০৩.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,৮৬০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৩৭০ টাকা।

আরও পড়ুন -  মদের দোকানে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (১৮.০৩.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,৮৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,৩৮০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (১৯.০৩.২০২৪-মঙ্গলবার)
৭৭,১০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Gold Price Today: শেষদিনে একধাক্কায় কিছুটা কমের দিকে, কমল সোনার দাম, আজ দেখুন কেনা যায় কিনা?

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (১৮.০৩.২০২৪-সোমবার)
৭৭,০০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৪৭.৬০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২১৬১.১০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে পরেনি।

Latest News

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল! এই তাপপ্রবাহ থেকে একটু শান্তি পেতে এবার রেল দিলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img