32 C
Kolkata
Wednesday, May 15, 2024

FD-তে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, ব্যাঙ্কের তালিকা দেখে নিন

Must Read

বিনিয়োগ অর্থ সম্পূর্ণ নিরাপদ হওয়া উচিত। সাথে বাম্পার রিটার্ন পাওয়া যায় বিনিয়োগকারীর আকাঙ্ক্ষা এটাই। আবার মানুষ বেশি রিটার্নের জন্য শেয়ার বাজার অথবা মিউচুয়াল ফান্ডের দিকে ঝুঁকছে। অনেকেই আছেন যারা ফিক্সড ডিপোজিট করেন।

বহু লোকেরা তাঁদের সঞ্চয়গুলি সঠিক জায়গায় বিনিয়োগের জন্য বিকল্পের সন্ধান করেন। এর মধ্যে একটি হচ্ছে স্থায়ী আমানত অর্থাৎ এফডি (FD)।

ভবিষ্যতের কথা মনে রেখে নিরাপদ বিনিয়োগের বিকল্প বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সেই জন্য অনেক প্রবীণ নাগরিক তাঁদের অর্থ ব্যাঙ্কের স্থায়ী আমানতে রাখা পছন্দ করেন। বিশেষ বিষয় হ’ল অনেক ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের বাকি বিনিয়োগকারীদের তুলনায় এফডিতে বেশি সুদের হার দিয়ে থাকে।

আরও পড়ুন -  তিশার বিয়ের আসরে হাজির নিলয়

এবার জানুন কোন কোন ব্যাংক ৯ শতাংশের বেশি সুদ দিচ্ছে।

ফিক্সড ডিপোজিট কি?

ফিক্সড ডিপোজিট (এফডি) হচ্ছে একটি অ্যাকাউন্ট যেখানে মেয়াদপূর্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অর্থ জমা হয় ও বিনিয়োগকারীর নির্দিষ্ট সুদ পেয়ে থাকেন।

1)   উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক।

উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক দুই থেকে তিন বছরের মধ্যে পরিপক্ক স্থায়ী আমানতের উপর ৯.১০ শতাংশ সুদের হার অফার দিচ্ছে। ২০২৩ সালের ২১ শে আগস্ট থেকে এই হার কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন -  এই তাপপ্রবাহে আরো গরম বাড়িয়ে দিলেন মধুমিতা! টাইট পোশাকে উদ্ধত যৌবন দেখে নেটিজেনরা হা করে তাকিয়ে রয়েছে

2)  ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ১০০১ দিনের স্থায়ী আমানতের মেয়াদপূর্তিতে ৯% সুদের হার অফার দিচ্ছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে এই হার কার্যকর হবে।

3)  সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক।

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক দুই থেকে তিন বছরের মধ্যে পরিপক্ক স্থায়ী আমানতের উপর ৯.১০ শতাংশ সুদের হার অফার দিচ্ছে। ২০২৩ সালের ২২ ডিসেম্বর থেকে এই হার কার্যকর করা হয়েছে।

4)  জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।

জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৩৬৫ দিনের ফিক্সড ডিপোজিটের মেয়াদপূর্তিতে ৯ শতাংশ সুদের হার দিয়ে থাকে। ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে এই হার কার্যকর হবে।

আরও পড়ুন -  কাজ করবেন না মিম, শরিফুল রাজের বিপরীতে

5)  ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক।

ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক ৭৫০ দিনের ফিক্সড ডিপোজিট (এফডি) মেয়াদপূর্তিতে ৯.২১ শতাংশ সুদের হার দিয়ে থাকে। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে এই হার কার্যকর করা হয়েছে।

6)  ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক।

ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ অফার এবং ৪৪৪ দিনের স্থায়ী আমানতের মেয়াদপূর্তিতে ৯ শতাংশ সুদের হার দিচ্ছে। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে এই হার কার্যকর করা হয়েছে।

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img