40 C
Kolkata
Monday, April 29, 2024

একগুচ্ছ উপহার পাচ্ছে শহরবাসী নতুন বছরেই

Must Read

নতুন আশা, নতুন স্বপ্ন। নতুন বছর (New Year) মানেই নতুন নতুন সুযোগ। এতকাল ধরে যে স্বপ্ন দেখে এসেছে কলকাতাবাসী (Kolkata) সেগুলি এবার পূরণ হওয়ার পথে।

নতুন ২০২৪ এ একগুচ্ছ উপহার পেতে চলেছে শহর কলকাতা। কী কী? যেমন প্রথমেই আসা যাক মেট্রোর (Kolkata Metro) কথা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই গ্রিন লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ হওয়ার কথা আছে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই লাইন। গঙ্গার নীচ দিয়ে এই মেট্রোর কাজের পরিস্থিতি দফায় দফায় পরিদর্শন করেছেন মেট্রো কর্তারা।

আরও পড়ুন -  Myanmar: নিহত ৮, প্রধান কারাগারে বিস্ফোরণ, মিয়ানমারে

অরেঞ্জ লাইন ফেজ ১, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিমি বিস্তৃত লাইনের কাজ শেষ হচ্ছে নতুন বছরের জানুয়ারি মাসেই। অরেঞ্জ লাইন ফেজ ২, নিউ গড়িয়া থেকে মেট্রোপলিটান অংশের কাজ শেষ হবে মার্চ মাস নাগাদ। পার্পল লাইন, তারাতলা মাঝেরহাট অংশের কাজও শেষ হতে পারে জানুয়ারিতে। ধারা ওয়াটার ট্রিটমেণ্ট প্লান্ট ও গড়িয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও শুরু হতে চলেছে ২০২৪ সালেই।

আরও পড়ুন -  VIDEO: স্বপ্না চৌধুরী তুমুল নাচলেন হরিয়ানভি স্টাইলে, ভক্তরা টাকার বর্ষন করল

এ বছরই কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ হওয়ার কথা আছে। সম্প্রসারণ হতে পারে টার্মিনাল বিল্ডিং এর। প্রায় ১৩০ কোটি টাকা খরচ হতে পারে। ২০১৯ সালে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়েছিল। যেটা ২০২৪ এর মে মাসেই শেষ হওয়ার কথা। প্রায় ১০০ কোটি টাকা খরচ হতে পারে এই প্রকল্পে। তাছাড়া একাধিক বেসরকারি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নের কথাও রয়েছে।

আরও পড়ুন -  ফানুস উৎসব

বদল আসবে কলকাতার রাস্তায়। গণপরিবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পুরনো বাসের বদলে শহরের রাস্তায় চলবে নতুন বাস। ইলেকট্রিক বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে খবর। দুটি সম্পূর্ণ নতুন ডপলার ওয়েদার রাডার নিয়ে আসা হচ্ছে ডায়মন্ড হারবার ও মালদায়। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস পাওয়া যাবে স্পষ্ট ভাবে। এখন শুধু অপেক্ষার পালা।

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img