33 C
Kolkata
Tuesday, April 30, 2024

প্যান কার্ড লিঙ্ক করেছেন আধার কার্ডের সাথে? যদি ভুলে যান এখনই চেক করুন এই ভাবে

আয়কর বিভাগ ক্রেতাদের কাছ থেকে ২০ শতাংশ টিডিএস সংগ্রহ করবে, প্যান-আধার কার্ড লিঙ্ক না হলে।

Must Read

এখন আধার কার্ড ও প্যান কার্ড দুটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি। বলতে গেলে এই দুটি কার্ড আইডি কার্ড হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু কিছু মাস আগে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে জানিয়েছিল যে, এবার প্রত্যেক ভারতবাসীকে তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে।

এই লিংক করার জন্য দীর্ঘদিন সময় দেওয়া হয়েছিল। আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পর ১লা জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে প্যান কার্ড।

আরও পড়ুন -  ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর, ৮১ বছর বয়েসে

জানিয়ে রাখি, আয়কর দপ্তর অনুযায়ী যাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তাদের প্যান কার্ড নেই বলেই ধরে নেওয়া হবে। নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে ব্যাংকিং সংক্রান্ত যেকোনো কাজ করা যাবে না। সাম্প্রতিক তথ্য অনুসারে, আয়কর বিভাগ সম্পত্তি ক্রেতাদের কাছ থেকে ২০ শতাংশ টিডিএস সংগ্রহ করবে যাদের প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করা হয়নি।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার গয়না কলকাতায় আজ কত দামে রয়েছে?

যাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তারা ১০০০ টাকা খরচ করে এখনও আধার প্যানের লিঙ্ক করতে পারবেন। যদি না জানেন, আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে নাকি, তাহলে আপনি আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কারেন্ট স্ট্যাটাস জানতে পারবেন।

দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড।

১) ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ইনকামটাক্স.gov.in/iec/foportal/ দেখুন।

২) তারপরে দ্রুত লিঙ্ক বিভাগে যান, এরপর লিঙ্ক আধার রাজ্য নির্বাচন করুন।

আরও পড়ুন -  Special Notice: আমন্ত্রণ পত্রে বিশেষ বিজ্ঞপ্তি, ক্যাট-ভিকির বিয়ের ছবি গোপন রাখতে হবে

৩) এবার আপনার প্যান ও আধার কার্ড নম্বরও পূরণ করুন।

৪) এবার আপনাকে View Link Aadhaar Status অপশনে ক্লিক করুন।

৫) এবার স্ক্রিনে প্যান আধার লিঙ্কের স্ট্যাটাস দেখতে পাবেন।

৬) আপনার প্যান কার্ড ও আধার লিঙ্ক করা থাকলে, আপনি স্ক্রিনে Linked লেখা দেখতে পাবেন।

৭) যদি এটি না ঘটে, আপনি উভয় কার্ড লিঙ্ক করার জন্য প্রয়োজনীয় বিবরণ দেখতে পাবেন।

প্রতীকী ছবি।

Latest News

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল।  হরিয়ানভি নাচ: এই ঐতিহ্যের মধ্যে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img