38 C
Kolkata
Thursday, May 2, 2024

শিলিগুড়িতে মাটির প্রদীপের চাহিদা নেই, তবুও ব্যবসায়ীরা আশা রাখছেন বিক্রি হবে

Must Read

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়িতে মাটির প্রদীপের চাহিদা নেই তবুও ব্যবসায়ীরা আশা রাখছেন বিক্রি হবে।

আর কয়েকদিন বাকি তারপর আলোর উৎসব দীপাবলি ও শ্যামা পুজো। তার আগে অবশ্য রয়েছে ১৪ প্রদীপ। আজ থেকে দশ বছর আগেও মাটির প্রদীপের চাহিদা ছিল তুঙ্গে, শিলিগুড়িতে রীতিমতো কালীপুজোর সময় মাটির প্রদীপের চাহিদা আরো বেড়ে যেত। মাটির প্রদীপ কিনবার জন্য রীতিমতো লাইন পড়ে যেত দোকানগুলিতে।

আরও পড়ুন -  অন্তরঙ্গ হলেন গৃহবধূ, লজ্জার সীমা অতিক্রম করে মামাজির সাথে, উল্লু'র নতুন ওয়েব সিরিজ দেখুন

তবে এখন সময় বদলে সে যুগ বদলেছে সেই রকম আর চাহিদা নেই। এলইডি লাইট টুনি লাইটের জন্য মাটির প্রদীপ এর চাহিদা তলানিতে। তবে অন্যান্য বছরের মতো এই বছরের শিলিগুড়িতে ভালো বিক্রির আশায় প্রদীপের দোকান নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন বাজার গুলিতে দেখা যাচ্ছে মাটির প্রদীপ বিক্রি করতে ব্যবসায়ীদের। তবে এই বিষয়ে এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে তিনি জানান, আগের মত আর চাহিদা নেই মাটির প্রদীপের।

আরও পড়ুন -  Didier Ole-Nicole: কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ছুটিতে পিএসজি কোচ

বিক্রি যতটা হওয়া উচিত সেই অর্থে হচ্ছে না। এছাড়া তিনি আরো জানিয়েছেন দোকানের সংখ্যা বেড়ে গেছে যার কারণে ও বিক্রিতে ভাটা পড়েছে।তবুও ব্যবসার তাগিদে রুজি রোজগারের তাগিদে আশা করছেন কালীপুজোর আগে ভালোই বিক্রি হবে প্রদীপের।

আরও পড়ুন -  ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হারে নিম্নগতি অব্যাহত রয়েছে

Latest News

Short Film: চরম কুকীর্তি গৃহবধূর সন্তান পাওয়ার জন্য, শর্ট ফিল্মটি দেখার আগে দরজা জানালা বন্ধ করুন

Short Film: চরম কুকীর্তি গৃহবধূর সন্তান পাওয়ার জন্য, শর্ট ফিল্মটি দেখার আগে দরজা জানালা বন্ধ করুন।  Short Film টি ১৮+উদ্ধের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img