29 C
Kolkata
Wednesday, May 8, 2024

নিহত ৭, আহত ৫, গাছ উপড়ে পড়ে, মন্দিরের কাছে

Must Read

একটি টিনের চালায় গাছ পড়ে অন্তত সাতজন নিহত, পাঁচজন আহত হয়েছেন মহারাষ্ট্রের আকোলায়। 

রবিবার (৯ এপ্রিল) হতাহতের এই ঘটনা ঘটে।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় গাছ উপড়ে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। সেসময় প্রবল বৃষ্টি ও জোরালো বাতাসের কারণে পুরানো একটি নিম গাছ টিনের শেডের ওপর আছড়ে পড়ে।

আরও পড়ুন -  Australia: বাউন্সি ক্যাসল দুর্ঘটনায় ৪ শিশু নিহত অস্ট্রেলিয়ায়, আহত ৫

ঘটনার সময় শেডের নিচে বহু ভক্ত আশ্রয় নিয়েছিলেন। পুলিশ জানায়, শেডের নিচে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন।

এই ঘটনায় আরও পাঁচজনকে আহত অবস্থায় আকোলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস এই মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা করেছেন।

আরও পড়ুন -  Super Twelve: টিম টাইগার টসে জিতে, ফিল্ডিংয়ে

ফডনবীস বলেছেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া মানুষদের গাছচাপা পড়া ও ভক্ত নিহত হওয়ার এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘কালেক্টর এবং পুলিশ সুপার অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের সময়মতো চিকিৎসা নিশ্চিত করার কাজ সমন্বয় করছেন। আমরা তাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি।’

আরও পড়ুন -  Pakistan: আবারও বিস্ফোরণ, আহত ৫, পাকিস্তানের পুলিশ লাইনে

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী বলেন, ‘আহতদের মধ্যে কয়েকজনকে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহতদের বালাপুরে চিকিৎসা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ছবিঃ এনডিটিভি।

Latest News

Web Series: সাহসী ওয়েব সিরিজ ‘উল্লু’-তে রিলিজ হয়েছে, একলা দেখবেন মজা আছে

Web Series: সাহসী ওয়েব সিরিজ ‘উল্লু’-তে রিলিজ হয়েছে, একলা দেখবেন মজা আছে।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব সিরিজ! আজকের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img