34 C
Kolkata
Saturday, May 11, 2024

বিহার সরকার নির্দেশ দিল, আপনার প্রিয় সব ভোজপুরি গান বন্ধ হয়ে যাবে

এই ধরনের মিউজিক ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করা হয়েছে বিহার সরকারের তরফে

Must Read

এখন ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শুনতে পাই।

বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি ও অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে রাখেন।

ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব ও রবি কিসান এর মতো তারকারা।

আরও পড়ুন -  এমন রোম্যান্সে মাতামাতি করলেন খেসারি লাল যাদব আকাঙ্খা দুবের সাথে, বয়স্করা হয়ে যাবেন তরুণ, ভিডিও দেখতে থাকুন

এই ভোজপুরি গানের মধ্যে বেশ কিছু গানের মধ্যে থাকে দ্বৈত অর্থ। এই ধরনের গানগুলো অনেক ক্ষেত্রেই অনেক সময়েই এমন কিছু অর্থবহ হয়ে যায়, যা হয়ত সকলের জন্য ঠিক নয়।

এই ধরনের ভিডিও অনেক ক্ষেত্রে সমাজের জন্যেও ঠিক নয়। তাই সেই গানের উপরে ব্যান নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। এবারে হয়তো এই ধরনের গান ইউটিউব থেকেও সরে যাবে আপনার প্রিয় গান

আরও পড়ুন -  যৌথভাবে সাংবাদিক বৈঠক করলো কংগ্রেস এবং বামফ্রন্ট

বিহার সরকার এবারে দ্বৈত অর্থের ভোজপুরি গান ও অশ্লীল মিউজিক ভিডিওগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিধানসভায় ভাষণ দিতে গিয়ে একথা জানিয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব। তিনি বলেছেন যে, পুলিশকে ভোজপুরি গানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন -  Video: আম্রপালি শরীরের উত্তেজনা বাড়িয়ে দিলেন নিরাহুয়ার, বিছানায় হলো শরীরের খেলা

এই গান প্রায়শই সামাজিক অবনমন ও সহিংসতার প্রচার করে। যারা এ ধরনের গান ও ভিডিও করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Latest News

Gold Price Today: সোনার দামে অস্বস্তি, কেমন রয়েছে আজকে বাজারদর!

Gold Price Today: সোনার দামে অস্বস্তি, কেমন রয়েছে আজকে বাজারদর! ভারতবর্ষে সোনার ব্যবহার: ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। ভারতের ইতিহাস ও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img