31 C
Kolkata
Wednesday, May 8, 2024

IND Vs AUS: কড়া শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা, আইসিসির, ম্যাচ সেরা, তবুও

Must Read

নাগপুরের সবুজ গ্রাউন্ডে এদিন এক ইনিংস সহ ১৩২ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ইতিমধ্যে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ভারত। সিরিজের প্রথম টেস্টে এদিন প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১৭৭ রান অল-আউট হয়ে যায়।

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত প্রথম ইনিংসে সব’কটি উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে। অজিদের বিপক্ষে প্রথম ইনিংসেই ভারত ২২৩ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যাট করতে নেমে ভারতের ধ্বংসাত্মক বোলিংয়ের সামনে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়।

আরও পড়ুন -  পচা জল এখন ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে জাতীয় দলের প্রত্যাবর্তন করেই নিজের খেলা দেখিয়ে দিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বল ব্যাটে অনবদ্য পারফরম্যান্স করে ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছেন তিনি।

দুই ইনিংসে মোট ৭ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েও নিজের কর্মকাণ্ডের জন্য বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার চোখে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার। যার ফলশ্রুতিতে বড় মাপের জরিমানা ভোগ করতে হয়েছে তাকে।

আরও পড়ুন -  WTC Final 2023: দ্বিতীয়বার ফাইনালে উঠেও অধরা রইল ট্রফি! যন্ত্রণা নিয়ে প্রত্যাবর্তন বিরাট-রোহিতের

এদিন সিরিজের প্রথম ম্যাচে আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ব্যথা উপশম ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাদেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ম্যাচ ফি বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও কাটা গেছে ভারতীয় এই ক্রিকেটার। অজি মিডিয়ার ‘বল টেম্পারিং’ দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে, প্রথম ইনিংসে বল করতে এসে বল বিকৃত করে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছাতে রবীন্দ্র জাদেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। তবে আইসিসি নিশ্চিত যে, এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিয়েছেন যে, জাদেজা কোনও বল বিকৃত করেননি।

আরও পড়ুন -  Rohit Sharma: বোর্ড কর্তার মন্তব্যে শোরগোল, ছাঁটাই হবেন অধিনায়ক রোহিত শর্মা, ২০২৪ বিশ্বকাপের আগে

ছবিঃ সংগৃহীত

Latest News

Video: সব জায়গা ছেড়ে রান্নাঘরে জমিয়ে রোমান্টিক নিরাহুয়া, এই ভিডিও-তে শুধুই ভরপুর উত্তেজনা

Video: সব জায়গা ছেড়ে রান্নাঘরে জমিয়ে রোমান্টিক নিরাহুয়া, এই ভিডিও-তে শুধুই ভরপুর উত্তেজনা। ভোজপুরী ভিডিও সংঃ ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img