31 C
Kolkata
Tuesday, May 14, 2024

প্রতি মাসে দেবে ৩০০০ টাকা, মোদি সরকার, কি করে পাবেন জানুন?

Must Read

কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার মাঝে মাঝেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য।

 দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। যাদের জন ধন অ্যাকাউন্ট রয়েছে, তারা বিরাট সুবিধা পেতে চলেছেন। আপনার কাছে যদি জন ধন অ্যাকাউন্ট থাকে, এই প্রতিবেদনটি পড়ুন।

এবার থেকে জন ধন অ্যাকাউন্ট থাকলে আপনি মাসিক ৩ হাজার টাকা করে পেয়ে যেতে পারেন। এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার কাছে অবশ্যই জন ধন অ্যাকাউন্ট থাকতে হবে। আসলে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের টাকা সরাসরি এই জন ধন অ্যাকাউন্টে চলে আসে। যে কোনো স্কিমের অধীনের টাকা সরাসরি পাবলিক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। কি করে পাবেন বা কারা পাবেন দেখুন।

আরও পড়ুন -  চিঠি বিতর্কে উস্কালো জল্পনা, মহার্ঘ ভাতা নিয়ে

স্কিমের শর্তাবলী

*  ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন।

  • ৬০ বছর বয়স পর্যন্ত স্কিম থেকে টাকা পাওয়া যাবে।
  • প্রতি বছরে আপনার অ্যাকাউন্টে ৩৬ হাজার টাকা করে জমা পড়বে।
  • মাসিক আয় ১৫ হাজার টাকার কম অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা এই টাকা পাবেন।
আরও পড়ুন -  Bharat Rice Price: সরকার সস্তায় চাল বিক্রি শুরু করেছে, কোথায় পাওয়া যাবে?

নতুন স্কিমের সুবিধা নিতে হলে দরকার শুধুমাত্র আধার কার্ডের। এই স্কিম পাবেন শুধুমাত্র রাস্তার বিক্রেতা, মধ্যাহ্নভোজন কর্মী, হেড লোডার, ইট ভাটা শ্রমিক, মুচি, রাগ বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশা চালক, ভূমিহীন শ্রমিকরা। বয়স অনুযায়ী আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা করে জমা করতে হবে। আপনি যদি ১৮ বছর বয়সে এই স্কিমে যোগ দেন, তাহলে আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা করে দিতে হবে। ৩০ বছর বয়সীদের ১০০ টাকা এবং ৪০ বছর বয়সীদের ২০০ টাকা দিতে হবে। আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্টের IFS কোডের প্রয়োজন হবে। আপনার আধার কার্ড এবং একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।

আরও পড়ুন -  Restrictions: নববর্ষ ঘিরে বাড়ছে বিধিনিষেধ, বড়দিনের উৎসব

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img